বিপিএলে অনেক রেকর্ড ইতোমধ্যেই নিজের করে নিয়েছেন চলতি মৌসুমে ফরচুন বরিশালে খেলা তামিম ইকবাল। দুর্দান্ত ছন্দে থাকা এই ওপেনার ফাইনালে উঠার লক্ষ্যে আজ মাঠে নামবেন সাকিবের রংপুরের বিপক্ষে। বাংলাদেশের বাঁহাতি এই ব্যাটারের সামনে রয়েছে একাধিক রেকর্ড গড়ার হাতছানি।
এদিকে বিপিএলের দশ আসরে আটটি ভিন্ন দলের হয়ে খেলেছেন তামিম। বাংলাদেশের প্রথম ব্যাটার হিসেবে বিপিএলে দুই সেঞ্চুরি করার রেকর্ডও তার দখলে। এক মৌসুমে বিপিএলে বাংলাদেশি ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ রানসংগ্রাহকের মধ্যে সেরা পাঁচের মধ্যে দুইবারই আছেন তামিম।
২০১৬ সালে চট্টগ্রাম ভাইকিংসের জার্সিতে ৪৭৬ রান করে সর্বোচ্চ রানসংগ্রাহকের তালিকায় তিনে রয়েছেন তামিম। আবার ২০১৯ বিপিএলে কুমিল্লার জার্সিতে ৪৬৭ রান করে একই তালিকার চার নম্বর স্থানটিও এই অভিজ্ঞ ক্রিকেটারের দখলে। অর্থাৎ, স্থানীয় ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ রানসংগ্রাহকের সেরা পাঁচ ব্যাটারের তালিকায় দুইটি নামই তামিমের।
এদিকে টুর্নামেন্টের দ্বিতীয় কোয়ালিফায়ারে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে রংপুরের বিপক্ষে আজ ৩৪ রান করলে নিজের ৮ বছরের পুরোনো রেকর্ড ভাঙবেন তামিম। শুধু তাই নয়, তামিমের সামনে রয়েছে ইতিহাস গড়ার হাতছানিও।
বিপিএলে স্থানীয় ব্যাটারদের মধ্যে এক মৌসুমে সর্বোচ্চ রান করার জন্য তামিমকে করতে হবে আরও ৭৪ রান। ৫১৬ রান করে এক মৌসুমে বাংলাদেশের ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ রানের রেকর্ড নাজমুল হোসেন শান্তর। আজকের ম্যাচ জিতলে তামিম সেই ৭৪ রান করতে খেলার সুযোগ পাবেন সর্বোচ্চ দুই ম্যাচ। অভিজ্ঞ এই ক্রিকেটার যে ছন্দে রয়েছেন তাতে সেটি খুব করেই সম্ভব।