, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪ , ১০ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


মোহাম্মদ শামির গোড়ালিতে অস্ত্রোপচার সম্পন্ন

  • আপলোড সময় : ২৮-০২-২০২৪ ০৩:১১:৩৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৮-০২-২০২৪ ০৩:১১:৩৭ অপরাহ্ন
মোহাম্মদ শামির গোড়ালিতে অস্ত্রোপচার সম্পন্ন
এবার ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ দিয়ে মাঠে ফেরার কথা ছিল মোহাম্মদ শামির। তবে অ্যাঙ্কেলের চোটের কারণে ইংল্যান্ডের বিপক্ষে লাল বলের সিরিজে খেলতে পারেননি তিনি। এই চোটের কারণে আসন্ন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগেও (আইপিএল) খেলা হচ্ছে না তার। এবার গোড়ালিতে অস্ত্রোপচার করিয়েছেন ভারতের এই পেসার।

সোমবার লন্ডনে এই অস্ত্রোপচার হয় শামির। অস্ত্রোপচারের টেবিল থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ছবি পোস্ট করেছেন ৩৩ বছর বয়সী এই পেসার। সেখানে অবশ্য দ্রুতই মাঠে ফেরার আশা ব্যক্ত করেছেন শামি।

এদিকে যদিও ভারতের গণমাধ্যমের খবর সহসাই ফেরা হচ্ছে না শামির। অস্ত্রোপচারের ধকল কাটিয়ে পুনর্বাসন শেষ করে ফিরতে ফিরতে লম্বা সময় লাগবে তার। আইপিএল তো বটেই, টি-টোয়েন্টি বিশ্বকাপেও অনিশ্চিত তিনি।

শামি বলেন, 'মাত্রই গোড়ালির সফল অস্ত্রোপচার হলো একিলিস টেন্ডনে। সেরে উঠতে কিছুটা সময় লাগবে, তবে দ্রুতই নিজের পায়ে উঠে দাঁড়াতে তর সইছে না আমার। সবার জন্য ভালোবাসা।'

এদিকে আইপিএলের দল গুজরাট টাইটান্সের অন্যতম বড় ভরসা শামি। গত মৌসুমে দলটির হয়ে ২৮ উইকেট নিয়েছিলেন তিনি। আসন্ন মৌসুমে এই পেসারের শূন্যতা ভোগাতে পারে দলটিকে। পেস বোলিং অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া মুম্বাই ইন্ডিয়ান্সে চলে যাওয়ার পর আরেকটি ধাক্কাই যেন খেল গুজরাট।

সবকিছু ঠিক থাকলে অক্টোবর-নভেম্বরে মাঠে ফিরতে পারেন শামি। ফলে বোঝাই যাচ্ছে এই পেসারকে ছাড়াই আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে হবে ভারতকে। ভারতীয়দের হয়ে গত বিশ্বকাপে শামি ছিল অন্যতম সেরা পারফর্মার। শুরুর দিকে সুযোগ না পেলেও দলে ফিরে ৭ ইনিংসে ২৪ উইকেট নিয়ে সর্বোচ্চ উইকেটশিকারি হয়েছিলেন শামি।
সর্বশেষ সংবাদ
চাকরিপ্রত্যাশীদের ১ বছর রাষ্ট্র থেকে ভাতা দেওয়ার ব্যবস্থা করা হবে:আমীর খসরু

চাকরিপ্রত্যাশীদের ১ বছর রাষ্ট্র থেকে ভাতা দেওয়ার ব্যবস্থা করা হবে:আমীর খসরু