, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪ , ১১ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


নতুন ব্যাটিং ও বোলিং কোচ পেল বাংলাদেশ দল

  • আপলোড সময় : ২৭-০২-২০২৪ ০৮:০৮:৩৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৭-০২-২০২৪ ০৮:০৮:৩৮ অপরাহ্ন
নতুন ব্যাটিং ও বোলিং কোচ পেল বাংলাদেশ দল
ভারতের মাটিতে ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশ দলের হতশ্রী পারফরম্যান্সের আগ থেকেই দলের কোচিং স্টাফে অনেক বদলের আভাস ছিল। বিশ্বকাপে ভরাডুবি সে প্রক্রিয়ায় জোর সমর্থন এনে দিয়েছে আর কী! বিশ্বকাপের পরপরই ব্যাটিং, পেস বোলিং, ট্রেনার ও ভিডিও বিশ্লেষক পদে আবেদন চেয়ে বিজ্ঞপ্তি দিয়েছিল বিসিবি।

অনেক যাচাই-বাছাইয়ের পর অবশেষে সে প্রক্রিয়ায় বাংলাদেশ দল নতুন ব্যাটিং ও বোলিং কোচ পাচ্ছে বলে আজ বিবৃতিতে জানিয়েছে বিসিবি। নতুন ব্যাটিং কোচ হচ্ছেন এইচপি দলের সঙ্গেই প্রধান কোচ হিসেবে কাজ করে আসা ডেভিড হেম্প, বোলিং কোচ হচ্ছেন নিউজিল্যান্ডের মেয়েদের দলের বোলিং কোচ হিসেবে এতদিন কাজ করা আন্দ্রে অ্যাডামস।

দুজনেরই চুক্তি দুই বছরের। আগামী মাসে শ্রীলঙ্কার বিপক্ষে ঘরের মাঠে সিরিজ দিয়েই বাংলাদেশ জাতীয় দলের সঙ্গে হেম্প ও অ্যাডামসের অধ্যায় শুরু হবে বলে বিবৃতিতে জানিয়েছে বিসিবি। ব্যাটিংয়ের জন্য বিশেষভাবে নিয়োজিত কোচ তো বাংলাদেশ দলের নেই গত বছরের মাঝের দিক থেকেই।

চন্ডিকা হাথুরুসিংহে প্রধান কোচ হয়ে আসার পর তিনিই সেদিকে দেখভাল শুরু করেন, আর জেমি সিডন্সকে জাতীয় দলের ব্যাটিং কোচের পদ থেকে সরিয়ে হাইপারফরম্যান্স (এইচপি) ও ‘এ’ দলের সঙ্গে কাজ করতে পাঠিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

আর পেস বোলিং কোচ, স্পিন বোলিং কোচ, ফিল্ডিং কোচ, ভিডিও বিশ্লেষক – এই পদগুলো খালি হয় বিশ্বকাপে বাংলাদেশের ভরাডুবির পর। নভেম্বরেই পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ড, স্পিন বোলিং কোচ রঙ্গনা হেরাথ, ফিল্ডিং কোচ শন ম্যাকডারমট ও ভিডিও বিশ্লেষক শ্রীনিবাস চন্দ্রশেখরের সঙ্গে চুক্তি শেষ হয়ে যায় বিসিবির।

এদের মধ্যে শ্রীনিবাসকে বিসিবি চুক্তির প্রস্তাব করলেও গত বছরের শেষ দিকে বাবাকে হারানো শ্রীনিবাস ভারতে পরিবারের কাছেই থাকতে চান বলে চুক্তি নবায়ন করেননি। রঙ্গনা হেরাথকে বিসিবি দিন হিসেবে চুক্তির প্রস্তাব করেছিল, লঙ্কান সাবেক স্পিনার তাতে রাজি হননি। ডোনাল্ড ও ম্যাকডারমটের চুক্তি নবায়নই করতে চায়নি বিসিবি।

এরপর শুরু হয় বাছাই প্রক্রিয়া। বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন, পরিচালক খালেদ মাহমুদ সুজন ও ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুসকে নিয়ে গঠিত নিয়োগ কমিটির সুপারিশের পর অবশেষে চূড়ান্ত হলো দুই নাম।

জানা যাচ্ছে, কাজের ধরন, ইচ্ছা, যোগ্যতা, বাংলাদেশ দলের সঙ্গে মানিয়ে নেওয়ার ক্ষমতা – এসবের পাশাপাশি বেতন-ভাতাও বিসিবির বিবেচনায় ছিল। হেম্প গত বছরের মে মাস থেকে এইচপি দলের প্রধান কোচ, জাতীয় দলের ব্যাটিং কোচ হিসেবে গত ডিসেম্বরে নিউজিল্যান্ড সফরেও গেছেন। তার আগে পাকিস্তানের মেয়েদের জাতীয় দলেরও কোচ ছিলেন হেম্প। কাজ করেছেন মেয়েদের বিগ ব্যাশেও।

অ্যাডামসের কোচিং ক্যারিয়ারের বয়স প্রায় এক দশক। নিউজিল্যান্ডের মেয়েদের দলের প্রধান কোচ তো ছিলেনই, কদিন আগে পাকিস্তানে টি-টোয়েন্টি সিরিজে নিউজিল্যান্ডের ছেলেদের দলের সঙ্গেও কাজ করেছেন অ্যাডামস। অস্ট্রেলিয়ার ছেলেদের দলের সহকারী কোচ ছিলেন ২০২২-২৩ দক্ষিণ আফ্রিকা সফরেও।
সর্বশেষ সংবাদ
সাত কলেজের স্নাতক চতুর্থ বর্ষের চূড়ান্ত পরীক্ষা স্থগিত

সাত কলেজের স্নাতক চতুর্থ বর্ষের চূড়ান্ত পরীক্ষা স্থগিত