, বুধবার, ২৭ নভেম্বর ২০২৪ , ১৩ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


বাবার মরদেহ ঘরে রেখে এসএসসি পরীক্ষা দিল মেয়ে

  • আপলোড সময় : ২৭-০২-২০২৪ ০৩:৩২:২৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৭-০২-২০২৪ ০৩:৩২:২৫ অপরাহ্ন
বাবার মরদেহ ঘরে রেখে এসএসসি পরীক্ষা দিল মেয়ে
বাবার মরদেহ ঘরে রেখে অশ্রুসিক্ত নয়নে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছেন রাঙামাটির কাপ্তাই উপজেলার মেয়ে মেমেসিং মারমা। মঙ্গলবার ২৭ ফেব্রুয়ারি কাপ্তাই উপজেলা সদর বড়ইছড়ি নুরুল হুদা কাদেরী উচ্চ বিদ্যালয়ের ধর্ম বিষয়ে পরীক্ষায় অংশ নেন তিনি।

জানা যায়, মেমেসিং মারমা ওয়াগ্গা ইউনিয়নের কুকিমারা পাড়া এলাকার বাসিন্দা এবং ওয়াগ্গা উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী। তার বাবা উপাচিং মারমা (৪৭) গতকাল সোমবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে কুকিমারা পাড়ায় নিজ বাড়িতে মারা যান। তিনি পেশায় একজন কৃষক ছিলেন।

দীর্ঘদিন ধরে তিনি কিডনি রোগে ভুগছিলেন বলে জানান কুকিমারা এলাকার কারবারি (পাড়াপ্রধান) চিংসুই মং মারমা।

চিংসুই মং মারমা আরও জানান, মেমেসিং মারমার বাবার একটি কিডনি অনেক আগে থেকেই নষ্ট ছিল। তিনি এক ছেলে এক মেয়ে নিয়ে কৃষি কাজ করে সংসার চালাতান। তার মেয়ে বাবার মরদেহ রেখে আজ এসএসসি পরীক্ষায় অংশ নেন। বিকেলে ধর্মীয় কার্যাদি শেষে তাকে কুকিমারা শ্মশানে দাহ করা হবে।

ওয়াগ্গা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুবিমল তনচংগ্যা জানান, মেমেসিং মারমা ২০২৪ সালের চলমান এসএসসি পরীক্ষায় ব্যবসা শিক্ষা বিভাগ থেকে ওয়াগ্গা উচ্চ বিদ্যালয় হতে অংশ নিচ্ছেন।
বিজয় আমাদেরই হবে ইনশাআল্লাহ: মিজানুর রহমান আজহারী

বিজয় আমাদেরই হবে ইনশাআল্লাহ: মিজানুর রহমান আজহারী