, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪ , ৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


হৃদয়ের সঙ্গে এই জুটি জীবনের সেরা: লিটন 

  • আপলোড সময় : ২৭-০২-২০২৪ ০৮:৫৩:৫৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৭-০২-২০২৪ ০৮:৫৩:৫৬ পূর্বাহ্ন
হৃদয়ের সঙ্গে এই জুটি জীবনের সেরা: লিটন 
চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) কোয়ালিফায়ার-১এ রংপুর রাইডার্সকে ৬ উইকেটে হারিয়ে ফাইনালে উঠেছে বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স। রংপুরের ১৮৫ রানের লক্ষ্য তাড়ায় অধিনায়ক লিটন কুমার দাসের ক্যারিয়ার সেরা ৮৩ রানের ইনিংস ও তাওহিদ হৃদয়ের ঝড়ো ৬৪ রানের ইনিংসের ওপর ভর করে ৯ বল বাকি থাকতেই জয় তুলে নেয় কুমিল্লা।

এ নিয়ে পঞ্চমবারের মতো বিপিএলের ফাইনালে উঠলো দলটি। কুমিল্লার এই জয়ে দ্বিতীয় উইকেট জুটিতে এসেছে ১৪৩ রান। যা নিয়ে উচ্ছ্বসিত লিটন ম্যাচসেরা হয়ে জানালেন, এমন জুটি তার জীবনের সেরা।

গতকাল ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে কুমিল্লার অধিনায়ক লিটন বলেন, ‘অসাধারণ, আমার জীবনের তো সেরা (জুটি)। এরকম কখনো হয়নি, সঙ্গীর সঙ্গে এমন ব্যাট করেছি (টি-২০তে)। আমার মনে পড়ে না। যেভাবে সে (তাওহীদ) ব্যাট করেছে, অসাধারণ। নন স্ট্রাইকিং থেকে দেখেই ভালো লাগছিল। তার চেয়ে বড় কথা হচ্ছে, একজন সঙ্গীর কাজ হচ্ছে আরেকজন সঙ্গীকে নির্ভার করে দেওয়া। সে আমাকে নির্ভার করে দিয়েছে বাকিটা খেলার জন্য।’
 
এদিকে লিটনের ভালো লাগাটা আরো বাড়িয়ে দিচ্ছে দুজনেই বাংলাদেশ দলের ক্রিকেটার হওয়ায়, ‘সাধারণত আমরা (বাংলাদেশের ক্রিকেটাররা) এতো বড় বড় রান তাড়া করি না। এদিক থেকে অন্যতম সেরা বলতে পারেন। যেহেতু দুজনই বাঙালি, দুজনই জাতীয় দলের খেলোয়াড়। আশা করি, এভাবে চালিয়ে যেতে পারবো।’

ব্যাটিং সঙ্গী হিসেবে তাওহিদ কেন ব্যতিক্রম, সে কথাও জানালেন লিটন, ‘আমার যেটা মনে হয়, সে ভালো বলে ছয় মারতে পারে। যেটা আমাদের দেশে খুব কম ব্যাটসম্যান পারে। স্বাভাবিক, যেকোনো বোলার যে সংস্করণেই হোক না কেন, উইকেটেই বল করবে। আর সে উইকেটের বলটাই খুব বেশি ভালো মারে। এটা সে নয়, যারা বিশ্ব ক্রিকেটে সফল ব্যাটসম্যান, সবাই স্টাম্পের বল ভালো খেলে।’

তিনি বলেন, ‘আমার মনে হয়, এটা তার সবচেয়ে ভালো প্লাস পয়েন্ট। দেখতে ছোট হলেও বড় বড় মারতে পারে। যেটুকু সামনে থেকে দেখি, আমার মনে হয় সে ক্রিকেট নিয়ে অনেক চিন্তা করে। অনেক হার্ড ওয়ার্কার। সাধারণত খুব কমই এত ফ্রিকুয়েন্টলি জিমে যায়। কিছু না কিছু কাজ করতেই থাকে। এটা তার ভালো একটা দিক।’
দেশে ফিরে নিজের স্বপ্নের কথা জানালেন বিশ্বজয়ী হাফেজ আনাস

দেশে ফিরে নিজের স্বপ্নের কথা জানালেন বিশ্বজয়ী হাফেজ আনাস