, শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪ , ৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


বিপিএল নিয়ে মন্তব্যে, কাল হাথুরুর বিরুদ্ধে সিদ্ধান্ত

  • আপলোড সময় : ২৭-০২-২০২৪ ০৮:৪১:০৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৭-০২-২০২৪ ০৮:৪১:০৭ পূর্বাহ্ন
বিপিএল নিয়ে মন্তব্যে, কাল হাথুরুর বিরুদ্ধে সিদ্ধান্ত
চলতি বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) নিয়ে অযাচিত এক মন্তব্য করে হইচই ফেলে দিয়েছেন জাতীয় দলের হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহে। এক সাক্ষাৎকারে বিপিএলকে ‘সার্কাস’ উল্লেখ করে হাথুরু বলেছেন, বিপিএলের খেলা সামনে এলে টিভি বন্ধ করে দেই!

ফলে বিপিএল নিয়ে হাথুরুর এমন মন্তব্যের বিরুদ্ধে বিসিবি নিয়মানুযায়ী ব্যবস্থা নিবে বলেও জানিয়েছেন বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলেছেন, বিষয়টি খতিয়ে দেখা হবে। আচরণবিধি ভঙ্গ করা হলে হাথুরুসিংহের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

গতকাল রংপুর ও কুমিল্লার বিপক্ষে প্রথম কোয়ালিফায়ের শেষে হাথুরুসিংহের প্রসঙ্গে গণমাধ্যমের মুখোমুখি হন যুব ও ক্রীড়ামন্ত্রী নাজমুল হাসান। সে সময় হাথুরুসিংহে প্রসঙ্গে বিসিবির অবস্থান জানান তিনি। 

এদিকে বিপিএল নিয়ে হাথুরুর এমন মন্তব্যে ক্রীড়ামন্ত্রী নাজমুল হাসান পাপন বলেন, ‘আমি আপনাদেরকে একটা কথা বলি, আমি যখন আজকে খেলা দেখতে মাঠে আসি তখন আমাকে ২-১ টিভি চ্যানেলের রিপোর্ট দেখানো হয়। এটাও শুনেছি বেশ আলোচনা হচ্ছে বিষয়টা নিয়ে। এর আগে পর্যন্ত আমার ধারণাই ছিল না যে, কোনো একটা ইন্টারভিউ দিয়েছে কিংবা কিছু হয়েছে।’

তিনি আরও বলেন, ‘আমি বিষয়টি নিয়ে আজকে বোর্ডের যারা আছে, তাদের সাথে বসে জানতে চাই সে (হাথুরুসিংহে) যা বলেছে। পরবর্তীতে এটার কোনো প্রিন্ট কপি বা রেকর্ড আছে কি না, সেটা জানতে চাই এবং সেটা আমাকে দেখানো হয়।’

এদিকে বাংলাদেশ হেড কোচ হাথুরুর ব্যাপারে সিদ্ধান্ত কবে আসতে পারে তা জানিয়ে পাপন বলেন, ‘আসলে এই বিষয়ে সবকিছু আমার এখনও দেখা হয়নি। আজকে রাতে তার ইন্টারভিউটা দেখে কালকে কথা বলে পরশুদিন (২৮ ফেব্রুয়ারি) আমরা বসব। সেদিনই আমাদের সিদ্ধান্তের বিষয়ে আপনাদের জানাব। আসলে কি প্রশ্নের পরিপ্রেক্ষিতে এই ধরনের কথা বলেছে, তা কিন্তু আমরা জানি না।’

তিনি বলেন, ‘বাইরে থেকে শুনে যেটা মনে হচ্ছে, এই ধরনের কথা বলার কোনো দরকারই ছিল না। এমনটা হলে তা আমাদের মেনে নেওয়ার কোনো কারণ নেই। আমাদের দেশের মান-সম্মান ক্ষুণ্ন করে এমন কথা যদি বলে থাকে, তাহলে অবশ্যই আমরা ব্যবস্থা নিব।’
 
এর আগে সম্প্রতি ক্রিকেটবিষয়ক গণমাধ্যম ইএসপিএনক্রিকইনফোকে একটি সাক্ষাৎকার দিয়েছেন হাথুরু। সেখানেই বিপিএলের সমালোচনা করেছেন তিনি। বাংলাদেশে কার্যকর কোনো টি-টোয়েন্টি টুর্নামেন্ট নেই বলেও মতামত দিয়েছেন তিনি।

বাংলাদেশে বিশ্বমানের টি-টোয়েন্টি ক্রিকেট হচ্ছে কিনা এমন প্রশ্নের জবাবে হাথুরু বলেন, ‘আমাদের যথাযথ কোনো টি-টোয়েন্টি টুর্নামেন্ট নেই। এটা শুনতে অদ্ভুত লাগবে। তবে বিপিএল যখন দেখি, মাঝেমধ্যে টিভি বন্ধ করে দিই। কিছু খেলোয়াড় তো কোনো মানেরই নয়। এই চলমান পদ্ধতি নিয়ে আমার অনেক প্রশ্ন আছে।’

হাথুরু বলেন, ‘আইসিসির এখানে হস্তক্ষেপ করা উচিত। অবশ্যই কিছু নিয়ম থাকতে হবে। একজন খেলোয়াড় একটা টুর্নামেন্ট খেলছে, পরে আরেকটা খেলছে। এটা সার্কাস। খেলোয়াড়েরা তাদের সুযোগের কথা বলবে, কিন্তু এটা ঠিক নয়। মানুষ আগ্রহ হারিয়ে ফেলবে, আমি আগ্রহ হারিয়েছি।’
দেশে ফিরে নিজের স্বপ্নের কথা জানালেন বিশ্বজয়ী হাফেজ আনাস

দেশে ফিরে নিজের স্বপ্নের কথা জানালেন বিশ্বজয়ী হাফেজ আনাস