, মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫ , ১৫ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ


এবার খুব একটা খারাপ খেলিনি: লিটন

  • আপলোড সময় : ২৫-০২-২০২৪ ০৭:৪৭:৩৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৫-০২-২০২৪ ০৭:৪৭:৩৪ অপরাহ্ন
এবার খুব একটা খারাপ খেলিনি: লিটন
চলমান বিপিএলের শুরুটা মোটেও ভালো ছিল না লিটন দাসের। শুরুর ৫ ম্যাচে ব্যাট হাতে করেছিলেন মোটে ৩৭ রান। এরপর অবশ্য সময়ের সঙ্গে সঙ্গে মানিয়ে নিয়েছেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের এই অধিনায়ক। এখন পর্যন্ত ১২ ম্যাচে ২৪.৩৩ গড়ে লিটন করেছেন ২৯২ রান।

এদিকে প্রথম কোয়ালিফায়ারে নামার আগে লিটন বলেন, 'সব ব্যাটার প্রতিদিন রান করবে না। এটাই ফ্যাক্ট। খুব যে খারাপ খেলেছি তা না। প্রায় তিনশ রানের কাছাকাছি চলে গেছে। যারা ভালো খেলেছে তারা হয়তবা চারশ বা এরকমই। এখনও ২-৩টি ম্যাচ আছে। দেখা যাক। নিজের সেরাটা যদি দিতে পারি তাহলে চারশ পার করার সম্ভাবনা থাকবে।'

টুর্নামেন্টের প্রথম দিকে রান না পেলেও হতাশ হননি লিটন। রান না পাওয়ার পর চেষ্টা করেছেন অনুশীলনে, পরিশ্রম করে গেছেন নিয়মিত। নিজের ওপর বিশ্বাস ছিল, দ্রুতই ফর্মে ফিরবেন লিটন। এবার নিজেই জানালেন শতভাগ ফলাফল না পেলেও রান পাওয়ায় খুশি তিনি। 
 
লিটন বলেন, 'আমি আগেও বলেছি যে টুর্নামেন্টটা অনেক লম্বা। এখানে একটা ব্যাটার বলেন বোলার বলেন সবারই একটা সুযোগ থাকে। আপনি ২-৩ টা ম্যাচ খারাপ খেললেও একটা সুযোগ থাকে। অনুশীলন করেছি। কষ্ট করেছি। ফলাফল বলবো না যে একদম শতভাগ পেয়েছি। তবে উন্নতির অনেক জায়গা আছে। আমি সেখানে কাজ করে যাচ্ছি।'
সর্বশেষ সংবাদ
দুই পুত্রবধূকে সঙ্গে নিয়েই দেশে ফিরছেন খালেদা জিয়া

দুই পুত্রবধূকে সঙ্গে নিয়েই দেশে ফিরছেন খালেদা জিয়া