এবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুশীলন করার সময় আঘাত পেয়ে মাথায় পাঁচটি সেলাই লাগে মুস্তাফিজুরের। আপাতত মাঠের বাইরে আছেন তিনি। ফিট হয়ে উঠতে আরও বেশ কিছু দিন সময় লাগবে। তাই বিপিএলের প্রথম কোয়ালিফায়ারে খেলতে পারবেন না কুমিল্লা ভিক্টোরিয়ান্সের এই পেসার।
এদিকে চিকিৎসক দেবাশীষ বলেন, মুস্তাফিজের মাথার সেলাই এখনো না-কাটায় ২৬ তারিখ খেলতে পারবেন না তিনি। ২৬ তারিখের পরে ফেরার সম্ভাবনা আছে। এখন আমরা যেটা করি সেলাই ৭ দিনে না খুলে আরও এক-দুদিন বাড়িয়ে দেই, যাতে ঝামেলা না হয়। সেই হিসেবে চিন্তা করলে ২৬ তারিখ তাড়াতাড়ি হয়ে যায়।
চিকিৎসক দেবাশীষ আরও বলেন, আঘাত লেগেছে ১৮ তারিখ, সে হিসেবে চিন্তা করলে ৭ দিন গেল। সেলাইটা ৭-১০ দিনের মধ্যে কাটা হয়। আমার গতকালই মনে হয়েছে যে কাটার সময় হয়নি। এগুলো সার্জনের ব্যাপার, তার কাছে পাঠিয়ে দেব। তারা যেটা বলে সেটা অনুসরণ করি। সার্জনেরও ধারণা ৭ থেকে ১০ দিন লাগবে সেলাই কাটতে। ১০ দিন ধরলে তো ২৬ তারিখ খেলতে পারবে না। আমারও দেখে মনে হয়েছে সময় হয়নি কাটার।
গত রোববার (১৮ ফেব্রুয়ারি) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুশীলন করার সময় আঘাত পান মুস্তাফিজ। তার মাথায় ৫টি সেলাই লাগে। সিটি স্ক্যানের পর কুমিল্লা ভিক্টোরিয়ানসের ফিজিও জাহিদুল ইসলাম জানিয়েছিলেন, মোস্তাফিজের মাথার চোট শুধু বাইরের অংশে। অভ্যন্তরীণ কোনো চোট নেই। ২০ ফেব্রুয়ারি ঢাকায় কুমিল্লার টিম হোটেলে যোগ দেন মুস্তাফিজ। বর্তমানে বিশ্রামে আছেন এই পেসার। আগামী সোমবার (২৬ ফেব্রুয়ারি) প্রথম কোয়ালিফায়ারে রংপুর রাইডার্সের বিপক্ষে মাঠে নামবে কুমিল্লা।