এবার পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানসহ পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) ছয়শ নেতা-কর্মীর ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা দিয়েছে দেশটির কেন্দ্রীয় তদন্ত সংস্থা। ৯মের সহিংসতার জেরে এই পদক্ষেপ বলে জানিয়েছে পাকিস্তানের সংবাদমাধ্যম জিও নিউজ। তালিকায় আছে সাবেক প্রধানমন্ত্রীর স্ত্রী বুশরা বিবির নামও।
এদিকে কেন্দ্রীয় তদন্ত সংস্থার সূত্রের বরাত দিয়ে জিও নিউজ জানিয়েছে, গত তিন দিনে পিটিআইয়ের বেশ কয়েকজন নেতা-কর্মী দেশ ছাড়ার চেষ্টা করেছিলেন। তাদের বিমান বন্দরে আটকে দেওয়া হয় বলে জানা গেছে।
এদিকে ৯ মে লাহোরে জিন্নাহ হাউসে হামলার ঘটনায় জড়িত সন্দেহে গ্রেপ্তার ১৬ জনকে একজন সামরিক কমান্ডিং কর্মকর্তার হাতে তুলে দিতে নির্দেশ দিয়েছে লাহোরের সন্ত্রাসবিরোধী আদালত।
আবেদনে বলা হয়, প্রাথমিক তদন্তে অভিযুক্ত ব্যক্তিরা জড়িত বলে প্রমাণ পাওয়া গেছে। মানবাধিকার কর্মীরা বরাবরই সামরিক আদালতে বেসামরিক নাগরিকের বিচারের সমালোচনা করে আসছেন।