, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪ , ১৪ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ


শবে বরাতে যেসব কাজ করবেন না

  • আপলোড সময় : ২৪-০২-২০২৪ ১০:১৫:১৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৪-০২-২০২৪ ১০:১৫:১৮ পূর্বাহ্ন
শবে বরাতে যেসব কাজ করবেন না সংগৃহীত
শবে বরাত একটি ফজিলতপূর্ণ রাত। শাবান মাসের ১৪ তারিখ দিবাগত রাতকে শবে বরাত বলা হয়।হাদিস ভাষায় একে ‘নিসফ শাবান’ বা শাবান মাসের মধ্যরাত বলা হয়েছে। এই রাত ফজিলতপূর্ণ এবং ইবাদতের। তবে এ রাতকে ঘিরে আমাদের সমাজে ইবাদত মনে করে বেশ কিছু কাজের প্রচলন রয়েছে ইসলামি শরিয়তে যার কোনো ভিত্তি নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম, তাবেয়ি, তাবে-তাবেয়িদের যুগে যেসব আমলের কোনো অস্তিত্ব ছিল না। 

শবে বরাতে যেসব কাজ করবেন না

এই রাত ফজিলতপূর্ণ এবং ইবাদতের। তবে এ রাতকে ঘিরে আমাদের সমাজে ইবাদত মনে করে বেশ কিছু কাজের প্রচলন রয়েছে ইসলামি শরিয়তে যার কোনো ভিত্তি নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম, তাবেয়ি, তাবে-তাবেয়িদের যুগে যেসব আমলের কোনো অস্তিত্ব ছিল না। শবে বরাতে পরিহারযোগ্য- এমন কিছু কাজের তালিকা তুলে ধরা হলো- 


>>এই রাতকে উপলক্ষ করে মসজিদে বিপুল পরিমাণ জনসমাগমের আয়োজন করা যাবে না। 


>> শুধু শবে বরাতকে কেন্দ্র করে মসজিদে বা ঘরে প্রয়োজন অতিরিক্ত লাইটিং করা যাবে না।


>> ইবাদত মনে করে হালুয়া-রুটির আয়োজন করা যাবে না। 


>> ইবাদত মনে করে খাশি জবেহ করা যাবে না।


>> আতশবাজি,পটকা ফোটানো যাবে না। 


>> নফল ইবাদত-বন্দেগি বাদ দিয়ে অযথা ঘোরাফেরা করা যাবে না।   


>> গর্হিত ও অশ্লীল কোনো কাজ করা যাবে না। 


>> অন্য কারও ইবাদতের বা ঘুমের বিঘ্ন ঘটানো যাবে না 


>> দলবেঁধে কবরস্থানেও যাওয়া যাবে না। 


>> শিরকে লিপ্ত হওয়া থেকে বিরত থাকা।


>> হিংসাত্মক কাজ না করা।

>> আল্লাহর নাফরমানীমূলক কাজ না করা।

>> মাজার ও কবরস্থান আলোকসজ্জায় সজ্জিত না করা।

>> এ রাতে মৃত ব্যক্তির আত্মা তার গৃহে ফিরে আসে এমন ধারণা পোষণ না করা।
ভারতীয় ভেজাল পণ্যের তথ্য সংগ্রহ করছে যুক্তরাষ্ট্র 

ভারতীয় ভেজাল পণ্যের তথ্য সংগ্রহ করছে যুক্তরাষ্ট্র