, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪ , ১০ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


‘বিধ্বংসী’ ক্রিকেটারকে দলে নিল বরিশাল

  • আপলোড সময় : ২৩-০২-২০২৪ ০৯:৪১:৩৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৩-০২-২০২৪ ০৯:৪১:৩৮ অপরাহ্ন
‘বিধ্বংসী’ ক্রিকেটারকে দলে নিল বরিশাল
এবার জয়ের ক্যানভাসটা ঠিক যেভাবে সাজানো দরকার ঠিল সেভাবেই ব্যাট হাতে রানের ফোয়ারা বইয়ে সে কাজটিই করলেন ফরচুন বরিশালের অধিনায়ক তামিম ইকবাল। ব্যাট হাতে জ্বলে উঠলেন সঠিক সময়ে। আর সেই সঙ্গে চতুর্থ দল হিসেবে দলকে নিয়ে গেলেন বিপিএলের দশম আসরের প্লে’অফে। এর মধ্যদিয়ে চূড়ান্ত হয়েছে প্লে অফের চারটি দল। 

এদিকে চট্টগ্রাম পর্ব শেষ হওয়ার আগেই চূড়ান্ত হয়েছিল প্লে অফের তিনটি দল। অপেক্ষা ছিল একটি দলের। অবশেষে তৃতীয়বারের মতো ঢাকা পর্বে এসে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ানসকে ৬ উইকেটে হারিয়ে চতুর্থ দল হিসেবে প্লে অফ নিশ্চিত করে বরিশাল। যেখানে তাদের জন্য অপেক্ষা করছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। 
 
এই ম্যাচের আগেই বরিশাল সমর্থকদের সুসংবাদ দিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। ফ্র্যাঞ্চাইজিটি জানিয়েছে, প্লে অফের সেই ম্যাচের আগেই দলের সঙ্গে যোগ দিচ্ছেন ১৩৮ স্ট্রাইকরেটে ৩০ দলের হয়ে ১০ হাজারের ওপর রান করা ‘বিধ্বংসী’ ক্রিকেটার ‘কিলার মিলার’ দক্ষিণ আফ্রিকার ডেভিড মিলার। 

যদিও তার দলের সঙ্গে যোগ দেয়ার বিষয়টি আগে থেকেই ঠিক ছিল। তবে তিনি কবে যোগ দেবেন সে বিষয়টি নিয়ে ছিল ধোঁয়াশা। বরিশাল যদি প্লে অফে কোয়ালিফাই না করত তাহলে তার খেলার সুযোগই থাকত না। ফ্র্যাঞ্চাইজিটি জানিয়েছে আগামী ২৫ ফেব্রুয়ারি দলের সঙ্গে যোগ দিচ্ছেন তিনি।

মিলার বরিশালের স্কোয়াডে যোগ দিলে নিঃসন্দেহে তারা আরও শক্তি পাবে। এদিকে গতকালের ম্যাচের আগে ইনজুরির কারণে দলটির দুই তারকা দক্ষিণ আফ্রিকার বাঁ হাতি স্পিনার কেশব মহারাজ ও ইংল্যান্ডের উইকেটরক্ষক ব্যাটার টম ব্যান্টন দল ছাড়ায় বরিশাল দক্ষিণ আফ্রিকায় জন্মগ্রহণ করা ৩৪ বছর বয়সী জেমস ফুলারকেও দলে ভেড়ায়। 

এদিকে মিলার আইসিসি স্বীকৃত টি-টোয়েন্টিতে ৪৬৬টি ম্যাচ খেলে ১০ হাজার ১৯ রান সংগ্রহ করেছেন। যেখানে ৪৫টি হাফসেঞ্চুরির পাশাপাশি রয়েছে ৪টি সেঞ্চুরিও। তার সর্বোচ্চ ইনিংস অপরাজিত ১২০ রান। অন্যদিকে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে তিনি দক্ষিণ আফ্রিকার জার্সিতে ১১৬ ম্যাচ খেলে করেছেন ২ হাজার ২৬৮ রান। যেখানে ৬ হাফসেঞ্চুরির সঙ্গে রয়েছে ২টি সেঞ্চুরিও। তার সর্বোচ্চ ইনিংস অপরাজিত ১০৬ রান।
সর্বশেষ সংবাদ
চাকরিপ্রত্যাশীদের ১ বছর রাষ্ট্র থেকে ভাতা দেওয়ার ব্যবস্থা করা হবে:আমীর খসরু

চাকরিপ্রত্যাশীদের ১ বছর রাষ্ট্র থেকে ভাতা দেওয়ার ব্যবস্থা করা হবে:আমীর খসরু