, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪ , ৫ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ


আরো ৫ মেট্রোরেল করার ঘোষণা প্রধানমন্ত্রীর

  • আপলোড সময় : ২৩-০২-২০২৪ ০৮:১৯:২৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৩-০২-২০২৪ ০৮:১৯:২৭ অপরাহ্ন
আরো ৫ মেট্রোরেল করার ঘোষণা প্রধানমন্ত্রীর সংগৃহীত
রাজধানীর জুড়ে আরও পাঁচটি মেট্রোরেল করার পরিকল্পনা আছে সরকারের বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, মেট্রোরেল ও এক্সপ্রেসওয়ে হওয়ায় যানজট কিছুটা সহনশীলতা হয়েছে। রাজধানীতে মেট্রোরেল পুরোটা হয়ে গেলে এর সুফল আরও পাওয়া যাবে।

জার্মানি মিউনিখে অনুষ্ঠিত মিউনিখ নিরাপত্তা সম্মেলন নিয়ে শুক্রবার সরকারি বাসভবন গণভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, মেট্রোরেল ও এক্সপ্রেসওয়ে হওয়ায় যানজট অনেক টা সহনশীলতা হয়ে গেছে। পুরোটা হয়ে গেলে এর সুফল আরও পাওয়া যাবে। এছাড়া আরও পাঁচটা মেট্রোরেল ঢাকা জুড়ে করার পরিকল্পনা আছে। এছাড়া আমাদের বাঙালি কিছু আছে ভালো লাগে না। একটা দলই আছে কিছু ভালো লাগে না, যখন আবার কাজ শেষ হয় তখন আবার তারা সুফল ভোগ করে।

সরকার প্রধান বলেন, আমি বলছি কোনো যুদ্ধ চাই না। যুদ্ধের ভুক্তভোগী আমরাও। আজকে গাঁজার হাসপাতালে গুলোতে হামলা করা হয়েছে, এটা অমানবিক কাজ। সবচেয়ে বেশি শিশুদের খারাপ অবস্থা। এটা মানবতাবিরোধী কাজ। আজকে সাহস করে অনেক কিছু বলে না কারণ অনেকের অনেক দুর্বলতা আছে, কিন্তু আমার কোনো দুর্বলতা নেই। আমার তো তাদের কাছে কোনো চাওয়া পাওয়া নেই। আমার লক্ষ্য ছিল ২১ পর্যন্ত ক্ষমতায় থাকবে সেটা করেছি।

আমার কোনো পরনির্ভরশীলতা নেই। আমার একটা মাত্র নির্ভরশীলতা হচ্ছে দেশের জনগণ। তবে আন্তর্জাতিক বন্ধু প্রয়োজন হয়। বিশ্বটা তো গ্লোবাল ভিলেজ, পণ্য কিনলে আনতে বাধা হয়। কারণ যু্দ্ধ লাগলে স্যাংশন হয়, তখন আর ওই দেশগুলোর মধ্যে সীমাবদ্ধ থাকে সারাবিশ্বে ছড়িয়ে পড়ে। সারা বিশ্ব কিন্তু দ্রব্যমূল্য কারণে যন্ত্রণা পাচ্ছে। শেখ হাসিনা বলেন, যুদ্ধে বন্ধের কথা বলি সঠিকই কিন্তু যুদ্ধ বন্ধের জন্য উদ্যোগ নেবে কে। এই হলো সবচেয়ে বড় কথা। যারা বিশ্বের বড় বড় মোড়ল তারাই তো। তারা নিজেরাই হোতা। আসলে বিড়ালের গলায় ঘণ্টা বাধবে কে।
দেশের বিভিন্ন এলাকায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা

দেশের বিভিন্ন এলাকায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা