, মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪ , ২৬ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


নিজের জীবনের গল্প এমন মর্মান্তিক হবে কল্পনা করিনি কখনো: অভিনেতা ইরফান সাজ্জাদ

  • আপলোড সময় : ২৬-০৫-২০২৩ ১১:০৮:৩০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৬-০৫-২০২৩ ১১:০৮:৩০ পূর্বাহ্ন
নিজের জীবনের গল্প এমন মর্মান্তিক হবে কল্পনা করিনি কখনো: অভিনেতা ইরফান সাজ্জাদ
সম্প্রতি অনাগত যমজ সন্তানকে হারিয়েছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা ইরফান সাজ্জাদ ও তার স্ত্রী শারমিন সাজ্জাদ। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বিষয়টি নিজেই জানিয়েছিলেন তিনি। সন্তানদের কবরের সামনে দাঁড়ানো একটি ছবি গত মঙ্গলবার ২৩ মে ফেসবুকে পোস্ট করে ইরফান সাজ্জাদ লিখেছিলেন, ‘তাদের নাম রেখেছিলাম প্রিয়া আর মায়া। তারা আল্লাহর বেশি প্রিয় হয়ে গেল…!’
 
এর এক দিন পর বৃহস্পতিবার (২৫ মে) সন্তানদের কবরের সামনে দাঁড়ানো আরেকটি ছবি ফেসবুকে পোস্ট করেছেন এই অভিনেতা। সন্তান হারিয়ে তিনি ভীষণ ভেঙে পড়েছেন ইরফান সাজ্জাদ।
 
ফেসবুক পোস্টে অভিনেতা লিখেছেন, ‘পৃথিবীতে শুধুমাত্র একটা জিনিসকে মানুষ তার একান্ত নিজের বলতে পারে, তার নিজের সন্তান। আল্লাহ আমাদের একসঙ্গে দুজন দিয়েছিলেন, আবার নিয়েও গেলেন।’ তিনি ভাবতে পারেননি, তার জীবনের গল্পটা এমন মর্মান্তিক হবে।

তিনি বলেন, ‘অনেক গল্পে অভিনয় করেছি আমি, নিজের জীবনের গল্প এমন মর্মান্তিক হবে কল্পনা করিনি কখনো। হয়তো জীবনটাই এমন, যেখানে বাস্তবতা কল্পনাকে হার মানায়। ভালো থেকো আমার ‘‘প্রিয়’’ আর ‘‘মায়া’’। দেখা হবে খুব তাড়াতাড়ি ইনশাল্লাহ।’
 
জানা গেছে, অভিনেতার স্ত্রী শারমিন সাজ্জাদ দেড় বছর ধরেই অসুস্থ। চেন্নাইয়ের অ্যাপোলো হাসপাতালে চিকিৎসা চলছিল তার। এর মধ্যেই তারা জানতে পারেন, শারমিন অন্তঃসত্ত্বা। কিন্তু সন্তানের মুখ দেখার স্বপ্ন পূরণ হলো না তাদের। গত ৫ মে গর্ভপাতে অনাগত দুই সন্তানকে হারিয়েছেন এই দম্পতি।
সর্বশেষ সংবাদ
জবির ৭০০ শিক্ষার্থীর আবাসনের দায়িত্ব নিল আস-সুন্নাহ ফাউন্ডেশন

জবির ৭০০ শিক্ষার্থীর আবাসনের দায়িত্ব নিল আস-সুন্নাহ ফাউন্ডেশন