এবার জয় দিয়ে মেজর লিগ সকারের (এমএলএস) নতুন মৌসুম শুরু করেছে ইন্টার মায়ামি। বাংলাদেশ সময় বৃহস্পতিবার সকালে তারা ঘরের মাঠে ২-০ গোলে হারিয়েছে রিয়াল সল্ট লেককে। লিওনেল মেসি গোল না পেলেও দুটি গোলেই অ্যাসিস্ট করেছেন।
এদিন ম্যাচের ৩৯ মিনিটে মেসির বাড়িয়ে দেওয়া বল থেকে গোল করে মায়ামিকে এগিয়ে নেন রবার্ট টেইলর। তার গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় মায়ামি। এদিকে বিরতির পর মায়ামির ওপর প্রভাব বিস্তার করে খেলতে শুরু করে সল্ট লেক।
দারুণ চাপও তৈরি করে। কিন্তু সেই চাপ ভালোভাবেই উতরে যায় মেসি-সুয়ারেজরা। ৮৩ মিনিটে মেসির সহায়তায় দিয়েগো গোমেজ গোল করলে ম্যাচ থেকে ছিটকে যায় সল্ট লেক। অন্যদিকে ২-০ গোলের দারুণ জয় নিয়ে মাঠ ছাড়ে মায়ামি।
লিগের দ্বিতীয় ম্যাচে সোমবার লা গ্যালাক্সির মুখোমুখি হবে মেসি-টেইলররা। মেসি গেল মৌসুমে মায়ামির হয়ে ১৪ ম্যাচে ১১ গোল করেছিলেন। তার নেতৃত্বে মায়ামি লিগস কাপে চ্যাম্পিয়ন হয়েছিল। যা ছিল ক্লাবটির ইতিহাসে প্রথম কোনো শিরোপা।
গত ২০২৩ সালে এমএলএস-এ মাত্র ৬ ম্যাচ খেলার সুযোগ হয়েছিল মেসির। গোল করেছিলেন মাত্র একটি। এরপর ইনজুরিতে পরায় আর খেলা হয়নি ৩৭ বছর বয়সী এই আর্জেন্টাইন অধিনায়কের।