, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪ , ৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


সেতুতে জাহাজের ধাক্কা, নদীতে গাড়ি ডুবে নিহত ২

  • আপলোড সময় : ২২-০২-২০২৪ ০৩:০৩:১০ অপরাহ্ন
  • আপডেট সময় : ২২-০২-২০২৪ ০৩:০৩:১০ অপরাহ্ন
সেতুতে জাহাজের ধাক্কা, নদীতে গাড়ি ডুবে নিহত ২ সংগৃহীত
দক্ষিণ চীনের শহর গুয়াংজুতে একটি ব্রিজের নিচ দিয়ে পার হচ্ছিল একটি পণ্যবাহী জাহাজ। এ সময় হঠাৎ ব্রিজের পিলারের সঙ্গে ধাক্কা লাগে ওই জাহাজের। এতে ব্রিজের ওপর থাকা একটি পাবলিক বাসসহ পাঁচটি যানবাহন নদীতে ডুবে যায়।

বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) ঘটে যাওয়া এ দুর্ঘটনায় দুজন নিহত ও একজন আহত হয়েছেন। এ ছাড়াও তিনজন এখনো নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে রাষ্ট্রীয় গণমাধ্যম।

বেইজিং নিউজ জেলা কর্তৃপক্ষের বরাত দিয়ে জানিয়েছে, এ ঘটনায় জাহাজের ক্যাপ্টেনকে আটক করা হয়েছে এবং আশপাশের বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়েছে।

জানা গেছে, সেতুটি আপডেট করার জন্য তিনবার পরিকল্পনা করা হয়েছিল কিন্তু তা স্থগিত করা হয়েছে।

২০২১ সালের অক্টোবরে প্রাদেশিক কর্তৃপক্ষ সেতুর কাঠামোগত নিরাপত্তা নিশ্চিত করতে নির্মাণের প্রয়োজনীয়তা চিহ্নিত করেছিল।

প্রক্রিয়াটি প্রাথমিকভাবে ২০২২ সালের সেপ্টেম্বরে শেষ হওয়ার কথা ছিল। তবে সময়সীমা বাড়িয়ে তা ২০২৩ সালের আগস্ট পর্যন্ত করা হয়। এরপরেও তা না হওয়ায় চলতি বছরের আগস্ট পর্যন্ত বাড়ানো হয়েছে।
সর্বশেষ সংবাদ
বিদ্যুতায়িত পিকনিকের বাস, প্রাণ গেল ৩ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর

বিদ্যুতায়িত পিকনিকের বাস, প্রাণ গেল ৩ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর