আন্তর্জাতিক মঞ্চে ছয় বলে ছয় ছক্কার কীর্তিই যে সবচেয়ে বেশি সম্মান দাবি করে, এ নিয়ে সংশয় সামান্যই। সে কীর্তি আছে চারজনের। এর বাইরে পেশাদার ক্রিকেটে আরও ৬ জন এক ওভারের সবগুলো বল বাউন্ডারিছাড়া করেছেন বলে জানা যায় রেকর্ড ঘেঁটে। সে ক্ষেত্রে এই কীর্তির একাদশ পূর্ণ হয়ে গেল গতকাল।
ভারতের অন্ধ্র প্রদেশের ব্যাটসম্যান ভামশী কৃষ্ণা এ তালিকায় ১১তম নাম। কর্নেল সি কে নাইডু ট্রফিতে আজ রেলওয়ের স্পিনার দামানদীপ সিংয়ের ওভারে ছয় ছক্কা মেরেছেন ভামশী। ভারতের ক্রিকেট বোর্ড (বিসিসিআই) তাদের ঘরোয়া ক্রিকেটের খবরাখবর জানাতে সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ ‘বিসিসিআই ডোমেস্টিক’ নামে অ্যাকাউন্ট রেখেছে।
সেখানে আজ এক বিবৃতিতে লিখেছে, ‘এক ওভারে ছয় ছক্কার অ্যালার্ট! কাড়াপাতে কর্নেল সি কে নাইডু ট্রফির ম্যাচে অন্ধ্র-র ভামশী কৃষ্ণা তাঁর ৬৪ বলে ১১০ রানের ইনিংসের পথে রেলওয়েজের স্পিনার দামানদীপ সিংয়ের এক ওভারে ছয় ছক্কা মেরেছেন!’