এবার রাজশাহীর তানোরে শহিদ মিনারে ফুল দিয়ে বাসায় ফেরার পথে এক ব্যবসায়ীকে গলা কেটে হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) রাত দুইটার দিকে তার গলাকাটা মরদেহ দেখতে পায় গ্রামবাসী। নিহতের নাম জিয়ারুল রহমান (৪৫)। তিনি উপজেলার তালন্দ ইউনিয়নের মৃত মহির মণ্ডলের ছেলে।
এদিকে স্থানীয়রা জানায়, মঙ্গলবার রাতে উপজেলা পরিষদ চত্বরের ওমর ফারুক চৌধুরি শহিদ মিনারে ফুল দিয়ে বাড়ির উদ্দেশে রওনা দেন। পরে রাত দুইটার বিলশহরের প্রবেশ মুখে রাস্তার পাশে দুই হাত-পা জখম এবং রগ ও গলা কাটা অবস্থায় মরদেহ পড়ে থাকতে দেখা যায়।
নিহত জিয়ারুল দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র পরাজিত প্রার্থী গোলাম রাব্বানীর পক্ষে কাজ করতেন বলে জানা যায়। তবে নির্বাচনে ওমর ফারুক চৌধুরি সংসদ সদস্য হওয়ার পর সেই ইউনিয়নের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য হাসান আলীসহ তার অনুসারীদের সঙ্গে দ্বন্দ্ব হয়। রাজনৈতিক মতাদর্শের কারণে এলাকার কয়েকজন তাকে মিথ্যা মামলা দিয়ে ফাঁসাতে চেয়েছিল বলেও অভিযোগ রয়েছে।
এদিকে রাজশাহী জেলা পুলিশের মুখপাত্র রফিকুল ইসলাম জানান, ভোর রাতে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। রক্তাক্ত মরদেহের পাশে একটি মোটরসাইকেল পাওয়া গেছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেলে পাঠানো হয়েছে। পূর্ব শত্রুতার জেরে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটতে পারে। জড়িত সন্দেহে তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেয়া হয়েছে।