, রবিবার, ২৩ মার্চ ২০২৫ , ৯ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ


‘ছেলে খুব উৎফুল্ল মনে ওটিতে ঢুকেছিল, আর ফিরে এলো না’

  • আপলোড সময় : ২১-০২-২০২৪ ০৬:৫৬:১০ অপরাহ্ন
  • আপডেট সময় : ২১-০২-২০২৪ ০৬:৫৬:১০ অপরাহ্ন
‘ছেলে খুব উৎফুল্ল মনে ওটিতে ঢুকেছিল, আর ফিরে এলো না’ সংগৃহীত
রাজধানীর মালিবাগের জেএস ডায়াগনস্টিক অ্যান্ড মেডিকেল চেকআপ সেন্টারে সুন্নতে খৎনা করাতে গিয়ে মতিঝিল আইডিয়াল স্কুলের শিক্ষার্থী আহনাফ তাহমিন আয়হামের মৃত্যুর ঘটনায় মুষঢ়ে পড়েছেন তারা বাবা-মা ও স্বজনরা।

বুধবার ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গের সামনে আয়হামের বাবা বলেন, ওটিতে ঢোকানোর সময় ছেলে বলছিল- তার নাকি একটু ভয় লাগছে। আমি বলেছিলাম- বাবা কোনো সমস্যা নেই, আল্লাহ ভরসা। এরপর ওটিতে ঢুকল, আর সব শেষ।

তিনি আরো বলেন, আমার ছেলে খুব উৎফুল্ল মনে ওটিতে ঢুকেছিল, খুব উৎফুল্লভাবে। তার খৎনা করানো হবে, এতে সে খুব খুশি ছিল।

আয়হামের বাবা বলেন, আমি চাইনি মামলা করার জন্য, মামলার দরকার নেই। আমার ডিস্ট্রিক্ট কমিশনার আমাকে ফোন দিয়ে বলেছেন মামলা করতে হবে, তারা পদক্ষেপ নেবেন।
সর্বশেষ সংবাদ
১০টা ফেরাউন-নমরূদকে একসঙ্গে করলেও হাসিনার সমান হবে না: হাসনাত

১০টা ফেরাউন-নমরূদকে একসঙ্গে করলেও হাসিনার সমান হবে না: হাসনাত