, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪ , ৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


ভোজ্য তেলে নতুন স্বপ্ন দেখাচ্ছে এসিআই’র সূর্যমূখী হাইসান-৩৬ জাত

  • আপলোড সময় : ২৬-০৫-২০২৩ ১০:৪৬:৩৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৬-০৫-২০২৩ ১০:৪৬:৩৯ পূর্বাহ্ন
ভোজ্য তেলে নতুন স্বপ্ন দেখাচ্ছে এসিআই’র সূর্যমূখী হাইসান-৩৬ জাত
দেশে ভোজ্য তেলের চাহিদা মেটাতে আমদানি নির্ভরশীলতা কমিয়ে সূর্যমুখী চাষের মাধ্যমে স্বয়ংসম্পূর্ণ হওয়ার কথা জানিয়েছে দেশীয় প্রতিষ্ঠান এসিআই সীড। সম্প্রতি বরিশাল এলাকায় পরীক্ষামূলকভাবে এসিআই সীডের বাজারজাতকৃত হাইব্রিড সূর্যমূখী হাইসান-৩৬ জাতের চাষে সফলতা লাভ করায় এ কথা জানিয়েছে এসিআই সীড।

এ নিয়ে গত ১৮ মে পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ উপজেলার সুবিদখালীর রানীপুর গ্রামে মাঠ দিবসের আয়োজন করে এসিআই সীড। সেখানে উপস্থিত কৃষি সম্প্রসারন অধিদপ্তর বরিশাল অঞ্চল বরিশালের অতিরিক্ত পরিচালক মো: শওকত ওসমান বলেন, এই তেল অন্য যেকোনও তেল থেকে ১০ গুণ বেশি পুষ্টিগুণ সমৃদ্ধ। ফলে এর জনপ্রিয়তা দিন দিন বেড়েই চলেছে।

অনুষ্ঠানে আরও উপস্থিত এসিআই সীড-এর বিজনেস ডিরেক্টর সুধীর চন্দ্র নাথ বলেন, হাইসান-৩৬ একটি স্বল্পমেয়াদী, খরা ও লবণাক্ত মাটি সহনশীল তেল জাতীয় ফসল। এর জীবনকাল ১০০-১১০ দিন এবং তেলের পরিমাণ ৪৬-৪৮ শতাংশ। জাতটির ফলন বিঘা প্রতি ১১ দশমিক ৭৫ মণ।

তিনি আরও বলেন, বর্তমানে বাংলাদেশে ভোজ্য তেলের চাহিদা ২৪ লাখ টন যার মধ্যে ২১ দশমিক ১ লাখ টন বা ৮৮ শতাংশই আমদানি করতে হয়। আমাদের লক্ষ্য দেশেই উৎপাদিত ভোজ্য তেল দিয়ে অন্ততঃ ৪০ শতাংশ চাহিদা পূরণ করা।

হাইসান-৩৬ জাতটি এই অঞ্চলের জন্য আবহাওয়া উপযোগী ও লবণাক্ত মাটি সহনশীল জাত। সেইসঙ্গে এটি কৃষকদের জন্য একই সময় চাষকৃত ডাল ফসলের চেয়ে অনেক বেশি লাভবান বলে জানানো হয় এসিআই সীড-এর পক্ষ থেকে।
সর্বশেষ সংবাদ
‘গণহত্যার জন্য যাদের অনুশোচনা নেই, তারা রাজনীতি করারও অধিকার হারিয়েছে’

‘গণহত্যার জন্য যাদের অনুশোচনা নেই, তারা রাজনীতি করারও অধিকার হারিয়েছে’