এবার প্রথমবারের মতো দ্বিপাক্ষিক সিরিজ খেলতে মার্চে বাংলাদেশ সফরে আসবে অস্ট্রেলিয়া নারী ক্রিকেট দল। ঢাকায় নিগার সুলতানা জ্যোতিদের বিপক্ষে ৩টি করে ওয়ানডে ও টি-টুয়েন্টি খেলবে অ্যালিসা হিলির দল।
‘হোম অব ক্রিকেট’ মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে টিম টাইগ্রেসকে খেলার সুযোগ করে দিতেই মূলত ছেলেদের শ্রীলঙ্কা সিরিজের সব ম্যাচ ঢাকার বাইরের দুই ভেন্যু সিলেট ও চট্টগ্রামে রাখা হয়েছে।
এদিকে অস্ট্রেলিয়া সিরিজ সামনে রেখে বিপিএলের বিরতিতে মিরপুরের একাডেমি মাঠে ব্যক্তিগত উদ্যোগে জ্যোতি-ফারজানা-মুর্শিদারা অনুশীলন করে চলেছেন। এক সপ্তাহ পর আনুষ্ঠানিক প্রস্তুতি শুরু করবেন।
বিসিবির উইমেন্স উইং সূত্রে জানা গেছে, ২৮ ফেব্রুয়ারি থেকে শ্রীলঙ্কান হেড কোচ হাসান তিলকারত্নের অধীনে ক্যাম্প শুরু হবে মেয়েদের। সিরিজের সূচি চূড়ান্ত হয়ে গেছে। শুধুমাত্র আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষা। সিরিজ শুরুর সম্ভাব্য তারিখ ২০ মার্চ।
সূত্রে আরও জানা গেছে, পুরনো ক্রিকেটারদের কেউই ফিরছেন না এই সিরিজটিতে। জাতীয় দলে ফেরার লড়াইয়ে থাকা জাহানারা-রুমানা-সালমাদের অপেক্ষা আরও দীর্ঘ হচ্ছে। পরপর ঘরের মাঠের দুই সিরিজে ভারত, পাকিস্তানের বিপক্ষে জয়ী দলের সদস্যদের নিয়ে গড়া হতে পারে স্কোয়াড।