, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪ , ১০ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


সিরাজগঞ্জে পরীক্ষার সময় বইয়ের পৃষ্ঠা ফটোকপিতে যুবকের কারাদণ্ড

  • আপলোড সময় : ২০-০২-২০২৪ ০৬:১১:০০ অপরাহ্ন
  • আপডেট সময় : ২০-০২-২০২৪ ০৬:১১:০০ অপরাহ্ন
সিরাজগঞ্জে পরীক্ষার সময় বইয়ের পৃষ্ঠা ফটোকপিতে যুবকের কারাদণ্ড
সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের চৌহালীতে বোর্ড পরীক্ষার সময় পাঠ্যবইয়ের পৃষ্ঠা ফটোকপি করায় দোকানদারকে কারাদণ্ড দেয়া হয়েছে। মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) এসএসসির ইংরেজি প্রথম পত্রের পরীক্ষা পরীক্ষা চলাকালে কেন্দ্রের পাশের কম্পিউটারের দোকানে এ বিষয়ের বইয়ের পৃষ্ঠা ফটোকপি করার দায়ে মো. রুবেল রানা (২৫) নামে এক যুবককে সাতদিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

দুপুরে চৌহালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহবুব হাসান এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। 

দণ্ডপ্রাপ্ত রুবেল রানা চৌহালী উপজেলার পশ্চিম কোদালিয়া গ্রামের মো. মোস্তফার ছেলে।

এর আগে উপজেলার খাস কাউলিয়া হাসপাতাল মোড়ের কম্পিউটারের দোকান থেকে তাকে আটক করা হয়।

ইউএনও মাহবুব হাসান বলেন, এখনকার দিনে পরীক্ষায় নকল কাম্য হতে পারে না। রুবেল কম্পিউটারের দোকানে বই ফটোকপি করে পরীক্ষার হলে সরবরাহের প্রস্তুতি নিচ্ছিলেন। এসময় তাকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাতদিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
 
সর্বশেষ সংবাদ
ভারতে মসজিদ ঘিরে ব্যাপক উত্তেজনা, গুলি করে তিন মুসলিমকে হত্যা

ভারতে মসজিদ ঘিরে ব্যাপক উত্তেজনা, গুলি করে তিন মুসলিমকে হত্যা