, মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪ , ১৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ


এক কেন্দ্র থেকে ৫৭ জন ‘ভুয়া’ দাখিল পরীক্ষার্থীসহ কেন্দ্রসচিব আটক

  • আপলোড সময় : ২০-০২-২০২৪ ০২:২৬:৫২ অপরাহ্ন
  • আপডেট সময় : ২০-০২-২০২৪ ০২:২৬:৫২ অপরাহ্ন
এক কেন্দ্র থেকে ৫৭ জন ‘ভুয়া’ দাখিল পরীক্ষার্থীসহ কেন্দ্রসচিব আটক সংগৃহীত
নওগাঁর সাপাহারে সরবতুল্লাহ মাদরাসা পরীক্ষাকেন্দ্র থেকে ৫৭ জন ভুয়া দাখিল পরীক্ষার্থীসহ কেন্দ্রসচিবকে আটক করেছেন ভ্রাম্যমাণ আদালত। প্রক্সি দেওয়ার অভিযোগে তাদের প্রাথমিকভাবে আটক করা হয়েছে, যাচাইবাছাই চলছে।

মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) সকালে এসএসসি ও সমমানের পরীক্ষা চলাকালে গোপন সংবাদের ভিত্তিতে ওই কেন্দ্রে অভিযান চালিয়ে তাদের আটক করেন সাপাহার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুদ হোসেন। নওগাঁর জেলা প্রশাসক গোলাম মওলা বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

তিনি জানান, এর আগে অনুষ্ঠিত বাংলা প্রথম ও বাংলা দ্বিতীয় পত্রেও একইভাবে পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন ওই শিক্ষার্থীরা।

এ বিষয়ে সাপাহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পলাশ চন্দ্র দেব জানিয়েছেন, ৫৭ জনকে আটক করা হয়েছে। এদের প্রত্যেকের প্রবেশপত্রসহ অন্যান্য কাগজপত্র যাচাই-বাছাই করা হচ্ছে। ছবিসহ প্রয়োজনীয় অন্যান্য কাগজপত্র যাচাই শেষে প্রকৃত ভুয়া শিক্ষার্থীর সংখ্যা জানা যাবে।
সর্বশেষ সংবাদ
দুুপুরের মধ্যে ৬০ কি.মি. বেগে ঝড়ের আভাস 

দুুপুরের মধ্যে ৬০ কি.মি. বেগে ঝড়ের আভাস