, বুধবার, ১৯ মার্চ ২০২৫ , ৫ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ


বাংলাদেশে পেঁয়াজ রপ্তানির সিদ্ধান্ত ভারতের

  • আপলোড সময় : ১৯-০২-২০২৪ ০৬:৩৬:০৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৯-০২-২০২৪ ০৬:৩৬:০৯ অপরাহ্ন
বাংলাদেশে পেঁয়াজ রপ্তানির সিদ্ধান্ত ভারতের
পেঁয়াজ রপ্তানির ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ভারতের কেন্দ্রীয় সরকার। রবিবার (১৮ ফেব্রুয়ারি) দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের নেতৃত্বে মন্ত্রীদের কমিটি এ অনুমোদন দেয়।

নিষেধাজ্ঞা প্রত্যাহার সম্পর্কিত বিভিন্ন শর্তাবলির বিষয়ে আগামী দু-এক দিনের মধ্যে বিজ্ঞপ্তি দিয়ে বিস্তারিত জানানো হবে।

এর আগে ডিসেম্বরের শুরুর দিকে পেঁয়াজ রপ্তানি বন্ধ ঘোষণা করে ভারত। যা ৩১ ডিসেম্বর পর্যন্ত কার্যকর হওয়ার কথা ছিল।

ভারতের বিভিন্ন গণমাধ্যম জানিয়েছে, এবার মোট ৩ লাখ মেট্রিক টন পেঁয়াজ রপ্তানির অনুমোদন দিয়েছে সরকার।

ইকোনমিক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশসহ পাঁচটি দেশে পেঁয়াজ রপ্তানি করবে ভারত। অন্য দেশগুলো হলো- নেপাল, ভুটান, বাহরাইন ও মরিশাস। 

হিন্দুস্তান টাইমস বলছে, এর মধ্যে বাংলাদেশে ৫০ হাজার টন পেঁয়াজ রপ্তানির অনুমোদন দিয়েছে ভারতের কেন্দ্রীয় সরকার।

গুজরাট এবং মহারাষ্ট্রে পেঁয়াজের বিশাল মজুদ জমে যাওয়ায় রপ্তানির ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে বলে জানা গেছে। সরকারের এ সিদ্ধান্তকে এরই মধ্যে স্বাগত জানিয়েছেন মহারাষ্ট্রের কৃষকরা।
সর্বশেষ সংবাদ
‘চন্দ্রিমা উদ্যান’ নাম পরিবর্তন করে পুনরায় ‘জিয়া উদ্যান’ ঘোষণা

‘চন্দ্রিমা উদ্যান’ নাম পরিবর্তন করে পুনরায় ‘জিয়া উদ্যান’ ঘোষণা