, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪ , ৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


রমজানের আগেই পাওয়া যাবে ভারতের পেঁয়াজ-চিনি  

  • আপলোড সময় : ১৯-০২-২০২৪ ১১:০৯:২০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৯-০২-২০২৪ ১১:০৯:২০ পূর্বাহ্ন
রমজানের আগেই পাওয়া যাবে ভারতের পেঁয়াজ-চিনি  
এবার রোজা শুরুর আগেই ভারত থেকে দেড় লাখ টন পেঁয়াজ ও চিনি আমদানি করা হবে বলে জানিয়েছেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম। গতকাল রোববার (১৮ ফেব্রুয়ারি) রাজধানীর সচিবালয়ে নিজ কক্ষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

এ সময় আহসানুল ইসলাম বলেন, গত ১৪ ফেব্রুয়ারি ভারতের বাণিজ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক হওয়ার কথা ছিল। কিন্তু দেশটির মন্ত্রী জার্মানিতে অবস্থান করছেন। এ কারণে মিটিংয়ের তারিখ পিছিয়ে গেছে। তবে, রোজার আগেই ভারত থেকে পরিশোধিত এক লাখ টন চিনি ও ৫০ হাজার টন পেঁয়াজ আনা হবে।

তিনি বলেন, অশা করি রোজায় কোনো পণ্যের ঘাটতি হবে না। মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) তেল ও চিনির দাম নির্ধারণ করে দেওয়া হচ্ছে। এছাড়া খেজুরের দাম নির্ধারনের ক্ষেত্রে ব্যবস্থা নেওয়া হবে। অন্যান্য কৃষিপণ্যের দাম সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর সঙ্গে আলোচনা করে ঠিক করা হবে।

এদিকে বাণিজ্য প্রতিমন্ত্রী বলেন, পণ্যের যথেষ্ট মজুত রয়েছে। বাজারে কোনো পণ্যের কমতি নেই। নানা ব্যবস্থা নেওয়ার ফলে কারসাজি বা মজুতদারি কমে আসছে। আহসানুল ইসলাম বলেন, রমজানকে ঘিরে নিত্যপণ্যের পরিবহণ খরচ ও চাঁদাবাাজি ঠেকাতে কঠোরভাবে নজরদারি করা হচ্ছে। প্রয়োজনে নিত্যপণ্যের পরিবহণে ভাড়া নির্ধারণ করে দেওয়া হবে।
সর্বশেষ সংবাদ
‘গণহত্যার জন্য যাদের অনুশোচনা নেই, তারা রাজনীতি করারও অধিকার হারিয়েছে’

‘গণহত্যার জন্য যাদের অনুশোচনা নেই, তারা রাজনীতি করারও অধিকার হারিয়েছে’