, সোমবার, ২৯ এপ্রিল ২০২৪ , ১৫ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ


ওমরাহ থেকে না ফিরলে ক্ষমা করবেন : শামীম ওসমান

  • আপলোড সময় : ১৮-০২-২০২৪ ০৯:৫৩:৪৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৮-০২-২০২৪ ০৯:৫৩:৪৪ অপরাহ্ন
ওমরাহ থেকে না ফিরলে ক্ষমা করবেন : শামীম ওসমান সংগৃহীত
নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এ কে এম শামীম ওসমান বলেছেন, আমার শরীরটা ভালো না। দু-এক দিনের মধ্যে ওমরাহ করতে আল্লাহর ঘরে যাচ্ছি। যদি ভুলত্রুটি হয়ে থাকে, সেখান থেকে ফিরে না এলে আল্লাহর ওয়াস্তে ক্ষমা করে দেবেন।

রোববার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে শহরের চাষাঢ়া এলাকার রাইফেল ক্লাবে এক সভায় তিনি এসব কথা বলেন।

এ সময় হকারদের উদ্দেশে শামীম ওসমান বলেন, কেউ কেউ আপনাদের উসকানি দেবে। উচ্ছিষ্ট বামেরা আপনাদের নিয়ে খেলবে, কিন্তু সমস্যার সমাধান করবে না। আমি গরিবের পক্ষে আছি। আমি দেখেছি হকাররা বিনা পয়সায় বসে না। তারা চাঁদা দেয়। এই টাকা আমরা বা সিটি করপোরেশনও পায় না। কিছু চাঁদাবাজ পায়। এসব তো প্রতিদিন চলতে পারে না।

নেতাকর্মীদের উদ্দেশে শামীম ওসমান বলেন, আমার ভালোবাসার সংসারে কোনো দ্বন্দ্ব করবেন না। কোনোকিছু পাওয়ার জন্য কোনো গ্রুপিং করবেন না। যার কপালে যেটা লেখা আছে সেটা পাবে। কাজ করুন, মানুষের সেবা করুন।

এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান চন্দন শীল, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু হাসনাত মো. শহীদ বাদল, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খোকন সাহা, যুগ্ম সাধারণ সম্পাদক জি এম আরমান ও সাংগঠনিক সম্পাদক জাকিরুল আলম হেলালসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
সর্বশেষ সংবাদ