, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪ , ১০ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


শক্ত থেকো বন্ধু: মোস্তাফিজকে নিয়ে মিরাজ

  • আপলোড সময় : ১৮-০২-২০২৪ ০৭:৪৯:৩১ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৮-০২-২০২৪ ০৭:৪৯:৩১ অপরাহ্ন
শক্ত থেকো বন্ধু: মোস্তাফিজকে নিয়ে মিরাজ
এবার চট্টগ্রামে অনুশীলনের সময় মাথায় আঘাত পেয়েছেন মোস্তাফিজুর রহমান। রক্তাক্ত অবস্থায় তাকে হাসপাতালে নেয়া হলেও কমেছে দুশ্চিন্তা। স্বস্তির খবর মিলেছে সিটি স্ক্যান রিপোর্টে। সেলাই শেষে ফিজ রয়েছেন ইম্পেরিয়াল হাসপাতালে। সেখানে আরও ২৪ ঘণ্টা পর্যবেক্ষণে রাখা হবে তাকে। চোটে পড়া টাইগার পেসারের জন্য দোয়া চেয়েছেন জাতীয় দল সতীর্থ মুশফিকুর রহিম ও মেহেদী হাসান মিরাজ।
 
এদিকে ফেসবুকে করা পোস্টে সবাইকে ফিজের জন্য দোয়া করার অনুরোধ জানিয়েছেন চলতি বিপিএলে বরিশালের হয়ে খেলা মুশফিক। তিনি বলেছেন, ‘ফিজের জন্য দোয়া করতে সবাইকে অনুরোধ করছি। আল্লাহ আমাদের সকলকে সাহায্য করুন এবং আমাদের ফিজকে দ্রুত সুস্থতা দান করুন।’

এদিকে মোস্তাফিজকে শক্ত থাকতে বলেছেন মিরাজ, ‘অনুশীলনের সময় কঠিন আঘাত পাওয়া মোস্তাফিজের জন্য দোয়া ও শুভ কামনা। শক্ত থেকো বন্ধু। আমরা সবাই তোমার দ্রুত ফিরে আসার জন্য অপেক্ষা করছি। দয়া করে সবাই তাকে দোয়ায় রাখবেন।’

এর আগে রবিবার দুপুরে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের নেটে অনুশীলনের সময় বলের আঘাতে মাথা ফাটে মোস্তাফিজের। রক্তাক্ত তারকাকে তাৎক্ষণিক অ্যাম্বুলেন্সে করে নেয়া হয় হাসপাতালে। বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) আজ ম্যাচ নেই। বিরতির দিন সাগরিকায় অনুশীলনে আসে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কুমিল্লা।

বল করে রানআপ নিতে ফিরছিলেন ফিজ। এ সময় কুমিল্লার প্রধান কোচ মোহাম্মদ সালাউদ্দিনের ডাক পড়ে মোস্তাফিজের। কোচের দিকে যাওয়ার সময় ম্যাথু ফোর্ডের ব্যাটের জোরাল শটে আসা বল ফিজের মাথার বাঁ-দিকে আঘাত করে। আঘাতে তার মাথা ফেটে অনেক রক্ত ঝরে।

দৌড়ে ফিজিও এসে আঘাতের স্থানে বরফ লাগিয়ে দেন। প্রাথমিক চিকিৎসা দিতে দিতেই চলে আসে অ্যাম্বুলেন্স। স্ট্রেচারে করে তাকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। বলের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে শুধুমাত্র মাথার বাহ্যিক অংশে। একটু ক্ষত হওয়ায় সেখান দিয়ে রক্ত ঝরেছে।

তবে মাথার ভেতরের অংশে বা মস্তিষ্কে কোনোরকম প্রভাব পড়েনি ফিজের। টিম ফিজিও জাহিদুল ইসলাম সজলের বরাত দিয়ে কুমিল্লা ভিক্টোরিয়ান্স জানিয়েছে, ‘সিটি স্ক্যান করার পর আমরা সন্তুষ্ট যে তার শুধুমাত্র বাহ্যিক আঘাত ছিল, কোনো ইন্ট্রা-ক্র্যানিয়াল রক্তপাত ছিল না।’

এদিকে আঘাতের স্থানে সেলাই দেয়া হয়েছে, জানিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। ইম্পেরিয়াল হাসপাতালে ২৪ ঘণ্টা পর্যবেক্ষণ শেষে ফিজকে টিম হোটেলে নেয়া হবে। আপাতত শঙ্কামুক্ত আছেন মোস্তাফিজ।
সর্বশেষ সংবাদ
ভারতে মসজিদ ঘিরে ব্যাপক উত্তেজনা, গুলি করে তিন মুসলিমকে হত্যা

ভারতে মসজিদ ঘিরে ব্যাপক উত্তেজনা, গুলি করে তিন মুসলিমকে হত্যা