এবার ছয় মহাদেশের ১৬টি দল নিয়ে দুবাইতে শুরু হয়েছে বিচ সকার ফুটবল বিশ্বকাপ। এই টুর্নামেন্টে গ্রুপ পর্বে নিজেদের সবশেষ ম্যাচে বড় ধরনের লজ্জা পেয়েছে আর্জেন্টিনা। ইরানের কাছে ৬-৩ ব্যবধানে পরাজিত হয়েছে ল্যাটিন আমেরিকার প্রতিনিধিরা।
এদিন ম্যাচের শুরু থেকেই আর্জেন্টিনাকে চেপে ধরে ইরান। ম্যাচজুড়ে ১৯টি শট টার্গেটে রাখতে পেরেছে এশিয়ান দলটি। বিপরীতে ইরানের পোস্টে বরাবর ১০টি শট রাখতে সক্ষম হয়েছে আকাশী নীল জার্সিধারীরা।
এদিকে ইরানের হয়ে একবার করে তিন কাঠির নিচে বল পাঠান আলি মীর শিখারি, মোভাহেদ মোহাম্মেদ, মোহাম্মদ মৌরাদি, রেজা আমিরি, হামিদ বেহজাদপুর ও মোহাম্মদ মোখতারি। আর্জেন্টিনার হয়ে জোড়া গোল করেন লুকাস মেদেরো। বাকি গোলটা করেন এমিলিয়ানো হলম্নেদিয়াল্লা।
এটা বিচ সকার ফুটবল বিশ্বকাপের ১২তম আসর। নিয়ম অনুযায়ী গ্রুপ পর্বে প্রতিটি দল তিনটি করে ম্যাচ খেলবে। প্রতিটি গ্রুপের শীর্ষ দুটি দল শেষ আটে জায়গা করে নেবে। এরপর যথাক্রমে সেমিফাইনাল, তৃতীয় স্থান নির্ধারণী ও ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে।
এদিকে বিচ সকার ফুটবল বিশ্বকাপের এবারের আসরে ল্যাটিন আমেরিকা থেকে আর্জেন্টিনা ছাড়াও সুযোগ পেয়েছে ব্রাজিল ও কলম্বিয়া। ‘বি’ গ্রুপে খেলছে আর্জেন্টিনা। যেখানে দলটির বাকি দুই প্রতিপক্ষ হলো স্পেন ও তাহিত।