, শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪ , ৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


প্রবাসী স্বামীকে ভিডিও কলে রেখে প্রাণ দিলেন স্ত্রী!

  • আপলোড সময় : ২৫-০৫-২০২৩ ০৮:৪৬:৪৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৫-০৫-২০২৩ ০৮:৪৬:৪৭ অপরাহ্ন
প্রবাসী স্বামীকে ভিডিও কলে রেখে প্রাণ দিলেন স্ত্রী!
এবার বগুড়ার ধুনট উপজেলায় পারিবারিক অশান্তির কারণে সৌদিপ্রবাসী স্বামীকে মোবাইল ফোনে ভিডিও কলে রেখে মৌসুমী আক্তার (৩০) নামে এক গৃহবধূ বিষাক্ত গ্যাস ট্যাবলেট (বিষ) খেয়ে আত্মহত্যা করেছেন। বৃহস্পতিবার দুপুরের দিকে ধুনট উপজেলার কলেরপাড়া ইউনিয়নের কান্তনগর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মৌসুমী আক্তার উপজেলার কান্তনগর গ্রামের জাহাঙ্গীর আলমের স্ত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জাহাঙ্গীর আলম জীবিকার তাগিদে দীর্ঘদিন ধরে সৌদি আরবে অবস্থান করেন। প্রায় দুই বছর পর এক মাস আগে সৌদি আরবের কর্মস্থল থেকে ছুটি নিয়ে বাড়িতে আসেন। বাড়িতে অবস্থানকালে পারিবারিক বিভিন্ন বিষয়াদি নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে মনোমালিন্য হয়।

এক পর্যায়ে ১৮ মে বাড়ি থেকে ফের সৌদি আরব কর্মস্থলে যান জাহাঙ্গীর আলম। এ অবস্থায় আজ বৃহস্পতিবার সকাল ৯টার দিকে মৌসুমী আক্তার মোবাইল ফোনে ভিডিও কলে স্বামীর সঙ্গে কথা বলতে থাকেন। এক পর্যায়ে পারিবারিক বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে তর্কবিতর্কের শুরু হয়।

এ সময় স্বামীর ওপর ক্ষুব্ধ হয়ে মৌসুমী আক্তার বিষাক্ত গ্যাস ট্যাবলেট সেবন করে অসুস্থ হয়ে পড়েন। স্বজনরা তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। কিন্তু তার শারীরিক অবস্থার অবনতি হলে তাৎক্ষণিকভাবে তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়ে।

সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ১টার দিকে মৌসুমী আক্তার মারা যান। বগুড়া সদর থানার এসআই রোম্মান হাসান জানান, আইনি প্রক্রিয়া শেষে মৌসুমী আক্তারের মৃতদেহ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
দেশে ফিরে নিজের স্বপ্নের কথা জানালেন বিশ্বজয়ী হাফেজ আনাস

দেশে ফিরে নিজের স্বপ্নের কথা জানালেন বিশ্বজয়ী হাফেজ আনাস