চলতি বিপিএলে বিদেশি বড় তারকা নেই, এ নিয়ে সমর্থকদের অভিযোগ ছিল শুরু থেকেই। বিদেশি তারকা বলতে অধিকাংশই ছিল পাকিস্তানি ক্রিকেটার। কিন্তু দেশটির ফ্র্যাঞ্চাইজি লিগ পিএসএলে অংশ নিতে তাঁরাও ফিরে গেছেন। এরপর দলগুলো সময়ে সময়ে বিভিন্ন দেশের তারকা খেলোয়াড়দের দলে ভেড়াতে থাকে।
এতে গ্রুপপর্বের শেষদিকে বিপিএলে যোগ হয় বাড়তি রং। তারকা খেলোয়াড় বিপিএলে যোগ হওয়ার তালিকায় এবার যুক্ত হয়েছে দুই ক্যারিবীয় তারকা আন্দ্রে রাসেল ও সুনীল নারাইনের নাম। দুজনেই খেলবেন কুমিল্লা ভিক্টোরিয়ানসের হয়ে। চলমান বিপিএলের বাকি অংশ খেলতে এরই মধ্যে ঢাকায় এসেছেন রাসেল-নারাইন।
আজ শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে কুমিল্লার ভিক্টোরিয়ানস নিশ্চিত করেছে, ‘ক্যারিবীয় কিংবদন্তি, কুমিল্লা ভিক্টোরিয়ান্স পরিবারের অন্যতম দুই সদস্য, সুনীল নারাইন ও আন্দ্রে রাসেল চলে এসেছেন।’
এদিকে ওয়েস্ট ইন্ডিজ থেকে উড়াল দিয়ে আজ সকালে ঢাকায় এসে পৌঁছান রাসেল-নারাইন। চট্টগ্রাম পর্বে কুমিল্লার বাকি দুই ম্যাচে অংশ নিতে এরই মধ্যে ঢাকা থেকে চট্টগ্রামের বিমান ধরেছেন দুজনেই।
এবারের বিপিএলে নিজেদের ৯ ম্যাচে ৭ জয় তুলে পয়েন্ট তালিকার দুইয়ে আছে কুমিল্লা। শেষ পাঁচ ম্যাচের সবকটিতেই জিতেছে লিটন দাসের দল। গ্রুপ পর্বে থাকা বাকি তিন ম্যাচের মধ্যে দুটি খেলবে চট্টগ্রামে, শেষ ম্যাচটি ঢাকায়।
আগামী ১৯ ফেব্রুয়ারি চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে মাঠে নামবে কুমিল্লা। এ ম্যাচে মাঠে নামতে পারেন রাসেল-নারাইন। এর পরদিনও ম্যাচ আছে কুমিল্লার। ২০ ফেব্রুয়ারি পয়েন্ট তালিকার শীর্ষ দল রংপুরের বিপক্ষে লড়বে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।