সাইফুল্লাহ, নিজস্ব প্রতিবেদক: এসএসসি পরীক্ষা দিতে এসে স্ট্রোক জনিত কারণে মারা যান নাহিদ হোসেন (১৭) নামে এক পরীক্ষার্থী। তিনি কেরানীগঞ্জে কোনাখোলার আবুল কালাম আজাদের সন্তান। শাক্তা সরকারী উচ্চ বিদ্যালয়ের ব্যবসায়িক শিক্ষা শাখার ছাত্র।
নাহিদের পরীক্ষার কেন্দ্র ছিল ইস্পাহানী উচ্চ বিদ্যালয়, রামেরকান্দা। পরীক্ষার হলে স্ট্রোক করে নাহিদ। পরে তার মাথায় পানি দেয়া হয় এবং হাসপাতালে নেয়া হয়। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।
নিহতের বাবা আবুল কালাম আজাদ বলেন, মূলত নাহিদ ছোটকাল থেকে শারীরিকভাবে অসুস্থ ছিল। ৮ বছর আগে তার হার্টের চিকিৎসা ও করা হয়েছিল। তাকে বাড়ী থেকেও বের হতে দিত না। আজ তার মায়ের সাথে পরীক্ষার হলে আসে।
পরীক্ষার হলে ঢুকার কিছু সময় পর তার স্ট্রোক হয়। ৯:৩০ এর দিকে স্ট্রোক করছে এমনটি বলছে নাহিদের সাথের বন্ধুরা।
এসএসসি সহ সমমননা পরীক্ষা শেষ হবে আগামী ১২ মার্চ। এবারের মোট পরীক্ষার্থী ২০২৪১৯২জন, যার মধ্যে ছাত্র ৯ লক্ষ ৮হাজার ৮৭৮জন, ছাত্রী ১০ লক্ষ ৩১ হাজার ৩১৪জন। পরীক্ষা অনুষ্ঠিত হবে ২৯৭৩৫টি শিক্ষা প্রতিষ্ঠানের ৩৭০০ কেন্দ্রে।
শিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার জানিয়েছেন , এসএসসি ও সমমাননা পরীক্ষার সব প্রস্তুতি শেষ। প্রশ্ন ফাঁস হওয়ার কোন সম্ভাবনা নেয়। জেলায় জেলায় প্রশ্ন পত্র পাঠিয়ে দেয়া হয়েছে। সম্পূর্ণ নকল মুক্ত হবে পরীক্ষা, এমনটা প্রত্যাশা তার। সামাজিক যোগাযোগ মাধ্যমে কেউ গুজব ছড়ালে নেয়া হবে কঠোর ব্যবস্থা।