, বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪ , ১৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


আর্জেন্টিনাকে সব জিতিয়ে এবার এমিলিয়ানোর চোখ অলিম্পিকে

  • আপলোড সময় : ১৬-০২-২০২৪ ১০:৩৩:০০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৬-০২-২০২৪ ১০:৩৩:০০ পূর্বাহ্ন
আর্জেন্টিনাকে সব জিতিয়ে এবার এমিলিয়ানোর চোখ অলিম্পিকে
জাতীয় দলে তাঁর পথচলা মাত্র আড়াই বছরের, এর মধ্যেই যা জেতার সব জিতে গেছেন এমিলিয়ানো মার্তিনেস। অথবা এভাবে বলা যায়, আর্জেন্টিনার কোপা আমেরিকা, বিশ্বকাপ, লা ফিনালিসিমা জয় এসেছে মার্তিনেস দলে ঢোকার পরই। তবু একটা আক্ষেপ আছে ৩১ বছর বয়সী মার্তিনেসের। অলিম্পিকের সোনার পদকটা যে জেতা হয়নি!

এদিকে সুযোগ অবশ্য একেবারে শেষ হয়ে যায়নি। অলিম্পিকে মূলত অনূর্ধ্ব-২৩ দল খেললেও দলে বেশি বয়সী তিনজন খেলোয়াড় খেলতে পারেন। সেই সুযোগই নিতে চান 'বাজপাখি' খ্যাত মার্তিনেস। আর্জেন্টিনাকে সব জিতিয়েও যেন মন ভরেনি তাঁর, মেসি-দি মারিয়াদের নিয়ে জিততে চান অলিম্পিক।

এ বছর জুলাইতে প্যারিসে বসবে গ্রীষ্মকালীন অলিম্পিকের পরের আসর। ‘দ্যা গ্রেটেস্ট শো অন আর্থ’-এ আর্জেন্টিনার হয়ে খেলার আগ্রহ প্রকাশ করেছেন মার্তিনেস। দিরেকতেভে স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে মার্তিনেস বলেছেন, ‘জাতীয় দলের হয়ে আমার যদি কোনো অর্জন বাকি থাকে, সেটা অলিম্পিক গেমসের সোনা জেতা।’

সেই সাক্ষাৎকারে আর্জেন্টিনার জার্সিতে নিজের ভবিষ্যত নিয়েও কথা বলেছেন মার্তিনেস। এ বছরে অনুষ্ঠিত কোপা আমেরিকা জিতলে তরুণদের জায়গা ছেড়ে দেওয়ার সম্ভাবনার কথা জানিয়েছেন তিনি, ‘তরুণ খেলোয়াড়দের সবসময় সুযোগ প্রয়োজন হয়। আমরা যদি কোপা আমেরিকা জিততে পারি, তবে তরুণ প্রতিভাদের সুযোগ দেওয়া উচিত।’
সর্বশেষ সংবাদ
বিশ্বে ভুয়া তথ্য ছড়ানোয় শীর্ষে ভারত: মাইক্রোসফটের সমীক্ষা

বিশ্বে ভুয়া তথ্য ছড়ানোয় শীর্ষে ভারত: মাইক্রোসফটের সমীক্ষা