, শনিবার, ২৭ জুলাই ২০২৪ , ১১ শ্রাবণ ১৪৩১ বঙ্গাব্দ


বিপিএলে আর ফেরা হচ্ছে না মাশরাফির

  • আপলোড সময় : ১৫-০২-২০২৪ ০২:৫১:৪৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৫-০২-২০২৪ ০২:৫১:৪৭ অপরাহ্ন
বিপিএলে আর ফেরা হচ্ছে না মাশরাফির
চলতি বিপিএলের শুরুতে শতভাগ ফিট না থেকেও খেলে আলোচনার জন্ম দিয়েছিলেন মাশরাফি বিন মুর্তজা। টুর্নামেন্টের প্রথম ম্যাচ থেকেই সিলেট স্ট্রাইকার্সকে নেতৃত্ব দেওয়া মাশরাফি গত ৩১ জানুয়ারি বিপিএল থেকে বিরতি নেন। টানা ব্যর্থ সিলেটের দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর পেছনে রাজনৈতিক দায়িত্ব পালন ছিল মূল কারণ।

তখন জানা গিয়েছিল সাময়িক বিরতি নিয়েছেন মাশরাফি। চট্টগ্রাম পর্বে তাঁর ফেরার সম্ভাবনার কথা জানানো হয়েছিল। তবে এবার জানা গেল, চলমান বিপিএলে আর ফিরবেন না তিনি। বিপিএলের আগেই জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল-২ আসনের এমপি হিসেবে দ্বিতীয় মেয়াদে নির্বাচিত হন মাশরাফি।

এরপর জাতীয় সংসদে হুইপ হিসেবে নিযুক্ত হন। বিপিএল শুরু হওয়ার জাতীয় সংসদের অধিবেশন শুরু হয়। তাই সংসদে দায়িত্ব পালনের জন্য বিপিএল থেকে বিরতি নেন মাশরাফি। সিলেট স্ট্রাইকার্সের হেড কোচ রাজিন সালেহ আজ জানিয়েছেন, এবারের বিপিএলে আর খেলবেন না বাংলাদেশের সাবেক অধিনায়ক।

এদিকে সিলেটের হেড কোচ রাজিন সালেহ আজ বৃহস্পতিবার বলেন, 'না, ওর আসলে চান্স খুবই কম। সত্যি কথা বলতে অফিস নিয়ে ও ব্যস্ত। যেহেতু সে এখন পারবে না হয়তো পরবর্তী বছর সে ভালোভাবে কামব্যাক করবে।'

এদিকে বিপিএলে এবার পাঁচ ম্যাচ খেলেছিলেন মাশরাফি, সবকটি ম্যাচেই হারে তাঁর দল। ৫ ম্যাচ খেলে উইকেট পেয়েছিলেন ১টি। মাশরাফি না থাকায় বিপিএলের বাকি ম্যাচে সিলেটের নেতৃত্ব দিচ্ছেন মোহাম্মদ মিঠুন। তাঁর অধীনে খেলছেন জাতীয় দলের বর্তমান অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
কোটা নিয়ে আপিল বিভাগের শুনানি রবিবার, বিশেষ চেম্বার আদালতের আদেশ

কোটা নিয়ে আপিল বিভাগের শুনানি রবিবার, বিশেষ চেম্বার আদালতের আদেশ