চলতি বিপিএলের চট্টগ্রাম পর্বের শুরুটা দারুণ হয়েছে ওপেনার তামিম ইকবালের। দলকে জেতানোর পাশাপাশি ব্যাট হাতে সামর্থ্যের প্রমাণ দিয়েছেন দেশসেরা এই ব্যাটার। ঢাকার বিপক্ষে ম্যাচজয়ী ইনিংস খেলার পথে প্রথম বাংলাদেশি হিসেবে অনন্য এক র্কীতি গড়েছেন এই বাঁহাতি ব্যাটার।
আজ বুধবার ১৪ ফেব্রুয়ারি চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দুর্দান্ত ঢাকার বিপক্ষে ম্যাচে প্রথম বাংলাদেশি হিসেবে বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) একশ ছক্কা হাঁকানোর দারুণ এক রেকর্ড গড়েন তামিম। ফরচুন বরিশালের অধিনায়ক আজ ৪৫ বলে ৭১ রানের বিধ্বংসী এক ইনিংস খেলেন। যেখানে ছিল সাতটি চার ও চারটি ছক্কার মার।
অবশ্য, এই ম্যাচ খেলতে নামার আগে তামিমের ছয় ছিল ৯৯টি। তার মোট ছক্কা এখন ১০৩টি। তামিমের আগে বিপিএলে ১০০ ছয় মারার রেকর্ড পূর্ণ করেন কেবল একজনই। তিনি ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইল। বিপিএলে ৫২ ম্যাচ খেলা এই তারকা ছক্কা হাঁকিয়েছেন মোট ১৪৩টি।
এদিকে তামিমের পরেই অবশ্য সমান ৯৭টি করে ছক্কা নিয়ে অবস্থান করছেন ইমরুল কায়েস ও মুশফিকুর রহিম। এছাড়া মাহমুদউল্লাহ রিয়াদ হাঁকিয়েছেন ৯৫টি ছক্কা। আর সাকিব আল হাসান হাঁকিয়েছেন ৮৫টি ছক্কা। সবার সামনেই সুযোগ থাকছে এবারের বিপিএলে ১০০ ছক্কার মাইলফলক স্পর্শ করার।