, রবিবার, ২৮ এপ্রিল ২০২৪ , ১৫ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ


সুরুজ আলী সূর্য'র চতুর্থ কাব্যগ্রন্থ ‘প্রেম এবং স্মৃতির হাতছানি 'এখন বই মেলায়

  • আপলোড সময় : ১৪-০২-২০২৪ ০৩:৪০:০৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৪-০২-২০২৪ ০৩:৪০:০৩ অপরাহ্ন
সুরুজ আলী সূর্য'র চতুর্থ কাব্যগ্রন্থ ‘প্রেম এবং স্মৃতির হাতছানি 'এখন বই মেলায়
সাইফুল্লাহ, নিজস্ব প্রতিবেদক: অমর একুশে বইমেলা উপলক্ষে প্রকাশিত হলো কবি ও গীতিকার সুরুজ আলী সূর্য চতুর্থ কাব্যগ্রন্থ ‘প্রেম এবং স্মৃতির হাতছানি ’। বইটি প্রকাশ করেছে ঐকতান প্রকাশন প্রকাশক- এ.কে.এম আনোয়ার উদ্দিন টুটুল ।প্রচ্ছদ করেছেন ঐকতান। এর আগে ২০১৭ সালে কাব্যগ্রন্থ, 'ভালোবাসার পরশ' অমর একুশে গ্রন্থ মেলায় প্রকাশিত হয়।'যা ব্যাপক পাঠকপ্রিয়তা পায়।'মানবতার জয়ধ্বনি' ২০২০ সালে অপ্রকাশিত।'অর্ধেক প্রেম অর্ধেক অভিশাপ '২০২১ সালে প্রকাশিত হয়।

ঐকতান প্রকাশনীর কর্ণধার এ.কে.এম আনোয়ার উদ্দিন টুটুল  বলেন, ‘প্রেম এবং স্মৃতির হাতছানি 'পাণ্ডুলিপি প্রণয়ন কালে লেখকের রচনাশৈলী লেখার বৈশিষ্ট্য আমায় মুগ্ধ করেছে। বইয়ের লেখনীতে প্রকৃতি,প্রেম - বিরহ,দেশ মাতৃকার প্রতি গভীর ভালোবাসা, অন্যায়ের প্রতিরোধ সমাজের উন্নয়নে ভূমিকা মানুষের কাজের প্রতি আগ্রহ সৃষ্টিসহ বিভিন্ন বিষয় বিভিন্ন আঙ্গিকে লেখক ফুটিয়ে তুলেছেন যা সত্যিই প্রশংসার দাবি রাখে।'

বইয়ের বিষয়বস্তু সম্পর্কে কবি ও গীতিকার সুরুজ আলী সূর্য বলেন, ‘প্রকৃতির প্রেম সকল মানুষের হৃদয়কে আনন্দ দিয়ে থাকে।যেমন গভীর প্রেম খুব নিকটে টানে, বিরহের প্রেম দূরে ঠেলে দেয়।প্রতিটি মানুষের প্রেমও আলাদা,প্রতিটি মানুষের প্রেমের বহিঃপ্রকাশ আলাদা। তবুও প্রেম এবং বিরহ নিয়ে চলতে হয়।কখনো কখনো তার থেকে কষ্ট পেয়ে উল্টো পথের পথিক হতে হয়।তবুও প্রেম রয়ে যায়, তবুও প্রেম স্মৃতি হয়ে থাকে।
হৃদয় পাতায় কেউ কেউ ফিরে দেখে তার প্রেমের স্মৃতিকে। 'প্রেম এবং স্মৃতির হাতছানি ' নকশার অঙ্ক।কখনো কখনো প্রেমের স্মৃতি আনন্দ দেয়,কখনো কখনো দুঃখ দেয়।তবুও স্মৃতিতে প্রেম রয়ে যায়, বইয়ের কবিতাগুলোও তেমনই।প্রকৃতির প্রেম, মানুষের প্রেমের  রসায়ন-আখ্যান।

সুরুজ আলী সূর্য আরও বলেন,' কিছু অতীত স্মৃতি যেমন খুবই নিকটে টানে হাতছানি দিয়ে আবারও প্রেম স্মৃতিতে স্মৃতিতে মিশে একাকার জলের মুকুট পড়ে দিব্বি দাঁড়িয়ে আছে দাঁড়িয়ে আছে স্মৃতির সবুজ গাছ।'