, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪ , ১০ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


ঠাকুরগাঁওয়ে আলু চুরির মিথ্যে অপবাদে কিশোরকে নির্যাতন, থানায় অভিযোগ

  • আপলোড সময় : ১৪-০২-২০২৪ ০৩:৩৭:১৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৪-০২-২০২৪ ০৩:৩৭:১৯ অপরাহ্ন
ঠাকুরগাঁওয়ে আলু চুরির মিথ্যে অপবাদে কিশোরকে নির্যাতন, থানায় অভিযোগ
ঠাকুরগাঁও থেকে: ঠাকুরগাঁওয়ে আলু চুরির মিথ্যে অপবাদ দিয়ে শাহ আলম (১৮) নামের এক কিশোর মধ্যযুগীয় কায়দায় হাত মুখ বেঁধে নির্যাতনের শিকার হয়েছে। নির্যাতনের শিকার ওই কিশোর রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতাল থেকে উন্নত চিকিৎসা নিয়ে বর্তমানে নিজ বাড়িতেই চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।

চলতি মাসের ১ তারিখ রাত ১২ টার সময় ঠাকুরগাঁও সদর উপজেলার ছিট চিলারং ১২ নং ওয়ার্ডে বর্বোরোচিত এ ঘটনাটি ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী কিশোরের পরিবার থেকে থানায় একটি লিখিত অভিযোগ করা হলেও দু সপ্তাহেও কোন ব্যবস্থা গ্রহণ করেনি থানা কর্তৃপক্ষ।

নির্যাতনের শিকার কিশোর শাহ আলম জানায়, আমি প্রতিদিনের ন্যায় ওই রাতেও বাসায় ঘুমচ্ছিলাম। রাত ১২ টার দিকে আমার ঘরের কাচের জানালা ভাঙ্গার শব্দে আমি ঘুম থেকে উঠে দেখি হোসেন ,সাজু , অনিক, রমজান আলী নামের এলাকার কিছু বড় ভাই আমার ঘরের দরজা ভেঙ্গে ভেতরে প্রবেশ করেছে। তারা আমাকে মুখ ও হাত পা বেঁধে হোসেন এর বাসায় নিয়ে যায় এবং সেখানেই আমাকে আখ,বাঁশ ও রড দিয়ে বেধড়ক মারপিট করে । এসময় আমার বাসায় থাকা নানি আমাকে বাঁচাতে এগিয়ে আসলে তাকেও তারা মারপিট করে। আমার চিৎকারে এলাকাবাসী এগিয়ে আসলে এলাকাবাসীকে তারা সরিয়ে দেয় এবং আবারো মারতে থাকে। পরে আমি জ্ঞান হারিয়ে ফেলি।

আলু চুরির মিথ্যে অপবাদ দিয়ে এবং মিথ্যে তথ্যের ভিত্তিতে তারা আমাকে আর আমার পরিবারের ওপর যে নির্যাতন চালিয়েছে তাতে আমি তাদের কঠিন শাস্তি আশা করি।
 
এ বিষয়ে ঠাকুরগাঁও সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) এ বি এম ফিরোজ ওয়াহিদ জানান, আমাদের কাছে দুটি পক্ষেরই লিখিত অভিযোগ এসেছে। একটি পক্ষ আলু চুরির অভিযোগ করেছে অপর পক্ষ শারীরিক নির্যাতনের অভিযোগ করেছে। আমরা তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করবো। 
 
সর্বশেষ সংবাদ
চাকরিপ্রত্যাশীদের ১ বছর রাষ্ট্র থেকে ভাতা দেওয়ার ব্যবস্থা করা হবে:আমীর খসরু

চাকরিপ্রত্যাশীদের ১ বছর রাষ্ট্র থেকে ভাতা দেওয়ার ব্যবস্থা করা হবে:আমীর খসরু