, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪ , ১০ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


ঘুড়ি আটকে মেট্রোরেল চলাচল বন্ধ

  • আপলোড সময় : ১৪-০২-২০২৪ ০৩:১৫:১৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৪-০২-২০২৪ ০৩:১৫:১৪ অপরাহ্ন
ঘুড়ি আটকে মেট্রোরেল চলাচল বন্ধ ছবি: সংগৃহীত
মিরপুরের কাজীপাড়ায় মেট্রোরেলের বৈদ্যুতিক তারে ঘুড়ি আটকে সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে মতিঝিল-উত্তরামুখী মেট্রো চলাচল। বুধবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে এমন তথ্য জানায় মেট্রোরেল কর্তৃপক্ষ।

মেট্রোরেল পরিচালনাকারী সংস্থা ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এম এ এন সিদ্দিক গণমাধ্যমকে জানান, দুপুর দেড়টার দিকে মেট্রো চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। তিনি আরও জানান, শেওড়াপাড়া বা কাজীপাড়া এলাকায় মেট্রোর তারে ঘুড়ি জড়িয়ে পড়ায় সার্ভিসটি বন্ধ হয়েছিল। পরে সমস্যার সমাধান করে চলাচল শুরু হয়।

এরআগে, গত ৪ ফেব্রুয়ারি মিরপুর-১১ নম্বর স্টেশনে সমস্যার কারণে মেট্রো চলাচল বন্ধ হয়ে যায়। কারণ হিসেবে সিগন্যাল সিস্টেমে অসুবিধার কথা বলেছিলেন ডিএমটিসিএলের জনসংযোগের দায়িত্বে থাকা কর্মকর্তা নাজমুল ইসলাম ভূঁইয়া। এদিকে রাজধানীতে মেট্রোর যাত্রার পর বিদ্যুৎ লাইনে তার পড়া এবং ফানুস আটকে থাকাসহ বিভিন্ন কারণে বেশ কয়েকবার চলাচল বিঘ্নিত হয়েছে।  
সর্বশেষ সংবাদ
ভারতে মসজিদ ঘিরে ব্যাপক উত্তেজনা, গুলি করে তিন মুসলিমকে হত্যা

ভারতে মসজিদ ঘিরে ব্যাপক উত্তেজনা, গুলি করে তিন মুসলিমকে হত্যা