এবার রেকর্ড অষ্টমবারের মতো ব্যালন ডি’অর জিতেছেন লিওনেল মেসি। তা নিয়ে আলোচনার চেয়ে সমালোচনা বেশি। মেসির ব্যালন ডি’অর পাওয়া নিয়ে বিতর্ক যেন থামছেই না। এবার তা নিয়ে সমালোচনায় মুখর ম্যানচেস্টার সিটির তারকা রদ্রি।
এদিকে রদ্রির মতে, মেসিকে এই পুরস্কার দেওয়া হয়েছে কেবল আর্থিক দিক ও বিজ্ঞাপনের বিষয় বিবেচনায় নিয়ে। এমন প্রতিবেদনই আজ বুধবার ১৪ ফেব্রুয়ারি প্রকাশ করেছে গোল ডটকম।
রদ্রি বলেন, ‘আমি বিস্মিত হইনি। এটি খুব স্বাভাবিক। এ ধরনের ব্যক্তিগত পুরস্কার কীভাবে দেওয়া হয়, তা আমি ভালো করে জানি। এর পুরোটাই বিজ্ঞাপন, বিপণন ও আর্থিক দিকের ওপর নির্ভর করে। ফলে, এমন অনেকেই আছে যারা এই পুরস্কারের জন্য যোগ্য হলেও পান না।’
এর আগে মেসির ব্যালন ডি’অর জেতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন লোথার ম্যাথিউস। এই জার্মান কিংবদন্তি বলেছিলেন, ‘এক বছর ধরে হলান্ডের পারফরম্যান্স মেসির চেয়ে ভালো ছিল। মেসি এটা জেতার যোগ্য নয়। তবে, এটা দেখায় বিশ্বকাপকে যে কোনো কিছুর ঊর্ধ্বে বিবেচনা করা হয়। আমার কাছে, হলান্ড শেষ ১২ মাসের সেরা খেলোয়াড়।’