, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪ , ৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


‘ভালোবাসার’ এক গোলাপের দাম ঠেকেছে ১০০ টাকায়!

  • আপলোড সময় : ১৪-০২-২০২৪ ১০:০৩:৩১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৪-০২-২০২৪ ১০:০৩:৩১ পূর্বাহ্ন
‘ভালোবাসার’ এক গোলাপের দাম ঠেকেছে ১০০ টাকায়!
এবার ঋতুচক্রের ঘুর্ণিপাকে বছর ঘুরে আবার এসেছে সেই সময়, যখন প্রকৃতি নিজেই যেন হয়ে ওঠে ভালোবাসায় আকুল। গাছে গাছে ফুল ফুটেছে, বাতাসে বইছে বসন্তের আগমনী গান। আজ ১৪ ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস, একই সঙ্গে ফাগুনের আগুন দিনের শুরু।

এদিকে বসন্ত আর ভালোবাসা দিবসে প্রিয় মানুষকে ফুল দিয়ে শুভেচ্ছা জানাবেন তরুণ-তরুণী থেকে শুরু করে মোটামুটি সব বয়সের মানুষেরাই। ভালোবাসার সেই ফুলে এবার লেগেছে মূল্যস্ফীতির বাতাস! ফুলের রাজা গোলাপের দাম ঠেকেছে ১০০ টাকায়।

রাজবাড়ীতে তিন-চার দিনের ব্যবধানে গোলাপ ফুলের দাম বেড়েছে কয়েক গুণ। ১৫ থেকে ২০ টাকার গোলাপ ফুল এখন মান ভেদে ৫০ থেকে ১০০ টাকা দরে বিক্রি হচ্ছে। চার দিনের ব্যবধানে এত দাম বেড়ে যাওয়ায় অবাক হয়েছেন ফুল কিনতে আসা ‘ভালোবাসার’ ফেরিওয়ালারা।
 
এদিকে ফুল ব্যবসায়ীরা বলছেন, বসন্ত উৎসব, ভালোবাসা দিবস ও সরস্বতী পূজা একই দিনে হওয়ায় এবার চাহিদা বেড়েছে গোলাপ ফুলের। চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় বেড়েছে দাম। বিথী ফুল ঘরের মালিক মো. মনি বলেন, ভালোবাসা দিবস ও বসন্ত উৎসব উপলক্ষ্যে গোলাপের চাহিদা বেশি থাকে। ক্রেতারা তাদের ভালোবাসার মানুষের জন্য গোলাপটাই বেশি নেন।
বিজ্ঞাপন

স্থানীয়ভাবে রাজবাড়ীতে কোনো ফুল চাষ না হওয়ায় যশোর, কালিগঞ্জসহ কয়েকটি স্থান থেকে ফুল এনেছেন ব্যবসায়ীরা। ফুলের দাম ও পরিবহন খরচ বেড়ে যাওয়ায় এবার খুচরা পর্যায়ে ফুলের দাম বেড়েছে। 

এদিকে ভালোবাসা দিবসের আগের দিন গতকাল মঙ্গলবার ১৩ ফেব্রুয়ারি সন্ধ্যায় রাজবাড়ী শহরের বড়পুল ও পান্না চত্বর এলাকার রাজবাড়ী ফুল সেন্টার, নুপুর ফুল সেন্টার, রাজবাড়ী ফুলঘর, বিথী ফুলঘরসহ বেশ কয়েকটি ফুলের দোকান ঘুরে দেখা গেছে, প্রতিটি ফুলের দোকানেই রয়েছে ক্রেতাদের ভিড়। বিক্রেতারাও বিভিন্ন ধরনের গোলাপ ফুল মজুত করেছেন। সব দোকানে ৫০ থেকে ১০০ টাকা পর্যন্ত প্রতিটি গোলাপ ফুল বিক্রি হচ্ছে।
দেশে ফিরে নিজের স্বপ্নের কথা জানালেন বিশ্বজয়ী হাফেজ আনাস

দেশে ফিরে নিজের স্বপ্নের কথা জানালেন বিশ্বজয়ী হাফেজ আনাস