, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪ , ৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


পুলিশের আঙুলে কামড়ে পালালো স্কুটার চালক

  • আপলোড সময় : ১৩-০২-২০২৪ ০৬:৩৭:১৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৩-০২-২০২৪ ০৬:৩৭:১৪ অপরাহ্ন
পুলিশের আঙুলে কামড়ে পালালো স্কুটার চালক
এবার ভারতের বেঙ্গালুরুতে হেলমেট ছাড়াই স্কুটার চালাতে গিয়ে পুলিশের হাতে ধরা পড়েন এক যুবক। নিয়ম লঙ্ঘন করার অভিযোগে তাকে থামায় ট্রাফিক পুলিশ। এতে রেগে গিয়ে এক পুলিশ সদস্যের আঙুলে কামড় বসান যুবক। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি জানিয়েছে, পুলিশ সদস্যকে কামড় দেওয়ার একটি ভিডিও সামাজিক মাধ্যমে বেশ ভাইরাল হয়েছে।

সেই ভিডিওতে দেখা গেছে, হেলমেট না পড়ার অপরাধে সাইয়্যাদ সাফি নামের ওই যুবককে থামিয়ে তার স্কুটারের চাবি কেড়ে নেন ট্রাফিক পুলিশের একজন কনস্টেবল। এরপর পুলিশ সদস্য এবং সাফির মধ্যে কথোপকথন চলে। এক পর্যায়ে চাবি উদ্ধারের জন্য পুলিশের হাতের আঙুলে কামড় দেন সাফি।

ভিডিওতে সাফিকে  বলতে শোনা যায়, তিনি হাসপাতালে যাচ্ছিলেন। তাড়াহুড়ার কারণে হেলমেট পড়তে ভুলে গেছেন। ঘটনার পর পালানোর চেষ্টা করলে তাকে তাৎক্ষণিকভাবে গ্রেফতার করা হয়।

পুলিশ জানিয়েছে, সন্দেহভাজন ব্যক্তি উইলসন গার্ডেনের ১০ নাম্বার ক্রসের কাছে ট্রাফিক কনস্টেবলের সাথে দুর্ব্যবহার করেছেন। তার আঙুল কামড়েছেন এবং তাকে আহত করেছেন।  তার বিরুদ্ধে কর্তব্যরত একজন পুলিশ কর্মীকে লাঞ্ছিত ও শারীরিকভাবে আঘাত করা, অপরাধমূলক ভয় দেখানো এবং শান্তি ভঙ্গের অভিযোগে একটি মামলা দায়ের করা হয়েছে।
দেশে ফিরে নিজের স্বপ্নের কথা জানালেন বিশ্বজয়ী হাফেজ আনাস

দেশে ফিরে নিজের স্বপ্নের কথা জানালেন বিশ্বজয়ী হাফেজ আনাস