আবু বকর সিদ্দিক বাবু, উল্লাপাড়া (সিরাজগঞ্জ): সুইজারল্যান্ড ও ভারতের একদল পর্যটক মঙ্গলবার উল্লাপাড়ার হাটিকুমরুলে প্রাচীন ঐতিহ্যের ধারক নবরত্ন মন্দির পরিদর্শন করেন। বেলা ১১টার দিকে ১৬ জনের এই দল মন্দির চত্ত্বরে আসেন। পর্যটক দল মন্দিরের দেওয়ালে খচিত প্রাচীন স্থাপত্যশৈলী ও মন্দিরের কারুকার্যসহ বিভিন্ন নিদর্শন দেখে আনন্দে অভিভূত হন। সলঙ্গা থানা পুলিশ এদের নিরাপত্তার দায়িত্বে ছিলেন।
সলঙ্গা থানার উপ-পরিদর্শক আনোয়ার হোসেন জানান, বিদেশী পর্যটক দল নবরত্ন মন্দির ও এর চত্তর ঘুরে দেখেন। এক পর্যায়ে আনন্দে উল্লসিত হয়ে তারা মন্দিরের সামনে নাচানাচি শুরু করেন এবং নানা পোঁজে ছবি তোলেন।
পর্যটক দলের নেতা এমএস মিরেলা ক্রিশ্চিনা মুরারিউ নবরত্ন মন্দির পরিদর্শন শেষে স্থানীয় লোকজনের সামনে অনুভূতি ব্যক্ত করতে গিয়ে বলেন, বাংলাদেশের বহু প্রাচীন নিদর্শন নবরত্ন মন্দির দেখে তাদের খুব ভাল লেগেছে। আবারো বাংলাদেশে এলে তারা এখানে আসবেন। নবরত্ন মন্দির পরিদর্শন শেষে এই পর্যটক দল পার্শ্ববর্তী পাচলিয়া তাঁত পল্লী ঘুরে দেখেন এবং তাঁতীদের সঙ্গে কথা বলেন। এর আগে সোমবার ইতালির ১২ সদস্যের একটি পর্যটক দল উল্লাপাড়ার নবরত্ন মন্দির পরিদর্শন করেন বলে জানান এই উপ-পরিদর্শক।