, মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪ , ২৬ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


বিদায় অনুষ্ঠানের আগের রাতে বন্ধুদের সঙ্গে মাদক সেবন, এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু

  • আপলোড সময় : ১৩-০২-২০২৪ ১২:৩০:২৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৩-০২-২০২৪ ১২:৩০:২৪ অপরাহ্ন
বিদায় অনুষ্ঠানের আগের রাতে বন্ধুদের সঙ্গে মাদক সেবন, এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু ছবি: সংগৃহীত
বগুড়ার শিবগঞ্জে স্কুলের বিদায় অনুষ্ঠানের আগের রাতে বন্ধুদের সঙ্গে মাদক সেবনের পর সিহাব হাসান সৈকত (১৭) নামের এক এসএসসি পরীক্ষার্থী মারা গেছেন। সোমবার (১২ ফেব্রুয়ারি) শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। সিহাব শিবগঞ্জ উপজেলার রায়নগর ইউনিয়নের দক্ষিণ কৃষ্ণপুর গ্রামের সেলিম হোসেনের ছেলে।

মৃত সিহাবের চাচা মিলু হোসেন জানান, সিহাব উপজেলার মহাস্থান উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী। শনিবার (১০ ফেব্রুয়ারি) স্কুলে তাদের বিদায় অনুষ্ঠান ছিল। সিহাব ওই অনুষ্ঠানের আয়োজন সম্পূর্ণ করার কথা বলে শুক্রবার সন্ধ্যায় বাড়ি থেকে বের হয়। ওইদিন সিহাব বন্ধুদের সঙ্গে স্কুল এলাকায় মাদক সেবন করে অসুস্থ হয়ে পড়ে ও মহাস্থান এলাকায় এক বন্ধুর বাড়িতে গিয়ে থাকে।

তিনি আরও জানান, বিষয়টি জানতে পেরে শনিবার অসুস্থ অবস্থায় তাকে বাড়ি আনা হয়। রোববার সকালে সে আরও বেশি অসুস্থ হয়ে পড়লে শজিমেক হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার দুপুরে মারা যায় সিহাব।

মহাস্থান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল ইসলাম বলেন, ‌একজন পরীক্ষার্থী মারা গেছেন বলে জানি। তবে কী কারণে মারা গেছেন তা আমার জানা নেই।

বগুড়া শজিমেক হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক নুরে শেফা শাহিনা জানান, বিষক্রিয়ায় সিহাবের মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের বিস্তারিত জানা যাবে।

এ বিষয়ে শিবগঞ্জ থানার ওসি আব্দুর রউফ বলেন, স্কুলছাত্র সিহাব বিষক্রিয়ায় হাসপাতালে মারা গেছেন বলে শুনেছি। তার পরিবারের অভিযোগ সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।
ভাষা সৈনিক ফজলুল হক আর নেই

ভাষা সৈনিক ফজলুল হক আর নেই