আজ সোমবার বোর্ড সভায় চূড়ান্ত করা হয় নতুন বছরের কেন্দ্রীয় চুক্তিতে থাকা ক্রিকেটারদের নাম। সেখানে অবশ্য খুব বেশি চমক নেই। বিসিবির কার্যনির্বাহী পর্ষদের সভা শেষে ২১ জন ক্রিকেটারের নতুন কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশ করা হয়েছে। তিন সংস্করণের জন্য কেন্দ্রীয় চুক্তিতে রাখা হয়েছে পাঁচ ক্রিকেটারকে।
অনুমিতভাবেই চুক্তিতে নেই তামিম ইকবালের নাম, মাহমুদউল্লাহ রিয়াদকে রাখা হয়েছে কেবল ওয়ানডেতে। এছাড়া চোটে থাকায় চুক্তিতে নেই ইবাদত হোসেন। আজ সোমবার বোর্ড সভায় চূড়ান্ত করা হয় নতুন বছরের কেন্দ্রীয় চুক্তিতে থাকা ক্রিকেটারদের নাম। সেখানে অবশ্য খুব বেশি চমক নেই।
গত সেপ্টেম্বরের পর আন্তর্জাতিক ক্রিকেটে না থাকা তামিম নিজেই চুক্তি থেকে সরে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেন। তিনি বিসিবির কোন চুক্তিতেই আর নেই। গত বছর চুক্তিতে টেস্ট ও টি-টোয়েন্টিতে ছিলেন নাজমুল হোসেন শান্ত। তিন সংস্করণেই অধিনায়কত্ব পাওয়া এই বাঁহাতি ব্যাটার স্বাভাবিকভাবেই চুক্তিতে প্রমোশন পেয়ে আছেন সব সংস্করণের চুক্তিতে।
গত বছর তিন সংস্করণের চুক্তিতে থাকা তাসকিন টেস্টে নেই। কাঁধের চোটে ভুগতে থাকা পেসার কদিন আগে টেস্ট না খেলার ইচ্ছা প্রকাশ করে বিসিবির কাছে আবেদন করেন। তার কথা রাখা হয়েছে। হাঁটুর চোটে লম্বা সময় খেলার বাইরে থাকা ইবাদত হোসেন আগে বছর শুধু টেস্টে ছিলেন, তিনি এবার নেই কোন চুক্তিতে। নতুন করে চুক্তিতে ঢুকেছেন তানজিম হাসান সাকিব, তাকে ওয়ানডেতে রাখা হয়েছে।
ওয়ানডে ও টি-টোয়েন্টিতে আছেন তাওহিদ হৃদয়। এছাড়া বাদ পড়েছেন মোসাদ্দেক হোসেন সৈকত, যিনি ছিলেন টি-টোয়েন্টির চুক্তিতে। আগের বছর টেস্ট ও টি-টোয়েন্টির চুক্তিতে থাকা নুরুল হাসান সোহান এবার আছেন কেবল টি-টোয়েন্টিতে। আগের বছর চুক্তিতে না থাকা নাঈম হাসান এবার টেস্টের চুক্তিতে জায়গা ফিরে পেয়েছেন।
তিন সংস্করণের চুক্তিতে আছেন: লিটন দাস, সাকিব আল হাসান, মেহেদী হাসান মিরাজ, নাজমুল হোসেন শান্ত ও শরিফুল ইসলাম।
এরপর শুধু টেস্টের চুক্তিতে আছেন: মুমিনুল হক সৌরভ, তাইজুল ইসলাম, জাকির হাসান, মাহমুদুল হাসান জয়, সৈয়দ খালেদ আহমেদ, নাঈম হাসান।
এরপর শুধু ওয়ানডের চুক্তিতে আছেন: মাহমুদউল্লাহ রিয়াদ, তানজিম হাসান সাকিব।
এরপর টেস্ট ও ওয়ানডের চুক্তিতে আছেন: মুশফিকুর রহিম।
এরপর ওয়ানডে ও টি-টোয়েন্টির চুক্তিতে আছেন: তাসকিন আহমেদ, তাওহিদ হৃদয়, মোস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ।
এরপর শুধু টি-টোয়েন্টির চুক্তিতে আছেন: নাসুম আহমেদ, শেখ মেহেদী হাসান, নুরুল হাসান সোহান।