, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪ , ১০ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


সাকিব-তামিমের অধ্যায় শেষ, তিন সংস্করণেই অধিনায়ক শান্ত

  • আপলোড সময় : ১২-০২-২০২৪ ০৮:২৫:২২ অপরাহ্ন
  • আপডেট সময় : ১২-০২-২০২৪ ০৮:২৫:২২ অপরাহ্ন
সাকিব-তামিমের অধ্যায় শেষ, তিন সংস্করণেই অধিনায়ক শান্ত
এবার অধিনায়ক নিয়ে বাংলাদেশ জাতীয় দলের মাথাব্যথার আপাতত অবসান। বিসিবির সভার পর আজ বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন জানিয়ে দিয়েছেন বোর্ডের সিদ্ধান্ত – আপাতত এই বছরের জন্য তিন সংস্করণেই নাজমুল হোসেন শান্তকে অধিনায়ক করছে বিসিবি। অর্থাৎ, সব পরিকল্পনামতো এগোলে বাংলাদেশ ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলবে শান্তর অধীনে।

এদিকে সাকিব আল হাসান তো টেস্ট আর টি-টোয়েন্টির অধিনায়ক ছিলেনই, বিশ্বকাপ ও এশিয়া কাপের আগে তামিম ইকবাল হঠাৎ অধিনায়কত্ব ছেড়ে দেওয়ায় তড়িঘড়ি করে বিশ্বকাপ-এশিয়া কাপে ওয়ানডের নেতৃত্বও দেওয়া হয় সাকিবকে।

দুই টুর্নামেন্টে ভালো করতে পারেনি বাংলাদেশ। সাকিব আর তামিমের দ্বন্দ্বও প্রকাশ্যেও চলে আসায় দলের ওপর তার প্রভাব যে ইতিবাচকভাবে পড়েনি, সেটা সম্ভবত যে কেউই বুঝতে পারবেন। তা বিশ্বকাপের  এরপর চোট ও নির্বাচন নিয়ে ব্যস্ততা মিলিয়ে সাকিব মাঠের বাইরে ছিলেন।

তামিম তো জুলাইয়ে অবসর-নাটকের পর মাঝে শুধু সেপ্টেম্বরে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজে খেলেছিলেন, এরপর বিশ্বকাপে তাঁর জায়গা না পাওয়া নিয়ে বিতর্ক হয়েছে অনেক। বিশ্বকাপের পর থেকে এখনো দলে ফেরার ব্যাপারে কিছু জানাননি তামিম।

তামিম-সাকিবের বয়সও হয়েছে, দুজনই ক্যারিয়ার-সায়াহ্নে। এমন পরিস্থিতিতে ভবিষ্যতে চোখ রেখে শান্তকেই অধিনায়ক হিসেবে গড়ে তুলতে চায় বিসিবি। এবারই প্রথম স্থায়ীভাবে অধিনায়কত্ব পেলেন শান্ত। তবে এর আগেও বাংলাদেশকে নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা আছে বাঁহাতি ব্যাটসম্যানের।

নিয়মিত অধিনায়কের অনুপস্থিতিতে একাধিক সময়ে বাংলাদেশের হয়ে টস করেছেন শান্ত। সংখ্যাটা নেহাত কমও নয়! এখন পর্যন্ত সব সংস্করণ মিলিয়ে বাংলাদেশকে ১১ ম্যাচে নেতৃত্ব দিয়েছেন শান্ত। সাদা পোশাকে তার অধিনায়কত্বে ২টি ম্যাচ খেলেছে বাংলাদেশ।

নিউজিল্যান্ডের বিপক্ষে সম্প্রতি সে সিরিজে এক টেস্টে হারের বিপরীতে একটি ম্যাচ জিতেছে বাংলাদেশ। ওয়ানডেতে শান্তর নেতৃত্বে ৬ ম্যাচের ৫টিতেই হার, জয় ১টি। আর টি-টোয়েন্টিতে ৩ ম্যাচে ১ জয় ও ১ হার অধিনায়ক শান্তর। অন্য ম্যাচটি পরিত্যক্ত হয়েছে। 
সর্বশেষ সংবাদ
নির্বাচন যত দেরিতে হবে, ষড়যন্ত্র তত বৃদ্ধি পাবে: তারেক রহমান

নির্বাচন যত দেরিতে হবে, ষড়যন্ত্র তত বৃদ্ধি পাবে: তারেক রহমান