, শনিবার, ২৭ জুলাই ২০২৪ , ১২ শ্রাবণ ১৪৩১ বঙ্গাব্দ


কেরানীগঞ্জের মাদরাসা ছাত্র হত্যাকারী র‍্যাবের জালে

  • আপলোড সময় : ১২-০২-২০২৪ ০৫:৫৫:৫৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ১২-০২-২০২৪ ০৫:৫৫:৫৫ অপরাহ্ন
কেরানীগঞ্জের মাদরাসা ছাত্র হত্যাকারী র‍্যাবের জালে
সাইফুল্লাহ, নিজস্ব প্রতিবেদক: ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে এক মাদ্রাসা শিক্ষার্থীকে অপহরণ করে হত্যার ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। তার বাবা একজন সৌদি আরব প্রবাসী এবং তার বাড়ী দক্ষিণ কেরানীগঞ্জ।

র‍্যাবের-১০ এর সদস্যরা রোববার কেরানীগঞ্জের পোস্তগোলার একটি আবাসিক হোটেল থেকে মো. মকবুল হোসেন নামের ৩৭ বছর বয়সী ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে।

মাদ্রাসা ছাত্র তাওহীদ ইসলাম (১০)-কে অপহরণ করে মুক্তিপণের টাকা পাওয়ার পরও হত্যা; লাশ পাওয়া গেল সেপ্টিক ট্যাংকে। চাঞ্চল্যকর ও ক্লুলেস এই হত্যাকান্ডের মূল পরিকল্পনাকারীকে মুক্তিপণের টাকা সহ রাজধানীর শ্যামপুর এলাকা হতে গ্রেফতার করেছে র‌্যাব।

এ বাহিনীর আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বলছেন, গ্রেপ্তারের সময় মকবুলের কাছ থেকে ২ লাখ ৯০ হাজার টাকা জব্দ করা হয়, যা তিনি মুক্তিপণ হিসেবে আদায় করেছিলেন।

আজ সোমবার (১২ ফেব্রুয়ারি) কারওয়ান বাজার র‌্যাবের মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে কমান্ডার মঈন বলেন, দক্ষিণ কেরানীগঞ্জের আব্দুল্লাহপুর এলাকার, রসুলপুর জামিআ ইসলামিয়া মাদরাসা ও এতিমখানায় নাজেরা বিভাগের ১০ বছর বয়সী ছাত্র মো. তাওহীদ ইসলাম নিখোঁজ হয় শনিবার রাতে।

অপহরণের পর তাওহীদকে হত্যা করে তার লাশ সেপটিক ট্যাংকে গুমের কথা মকবুল প্রাথমিক জিজ্ঞাসাবাদে ‘স্বীকার করেছেন’ বলে র‍্যাবের ভাষ্য।
কোটা নিয়ে আপিল বিভাগের শুনানি রবিবার, বিশেষ চেম্বার আদালতের আদেশ

কোটা নিয়ে আপিল বিভাগের শুনানি রবিবার, বিশেষ চেম্বার আদালতের আদেশ