, সোমবার, ০৭ অক্টোবর ২০২৪ , ২২ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ


সানফ্লাওয়ার স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

  • আপলোড সময় : ১২-০২-২০২৪ ০৫:২৫:২১ অপরাহ্ন
  • আপডেট সময় : ১২-০২-২০২৪ ০৫:২৫:২১ অপরাহ্ন
সানফ্লাওয়ার স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি: উল্লাপাড়া উপজেলা প্রশাসন পরিচালিত সানফ্লাওয়ার স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৪ অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে উল্লাপাড়া মার্চেন্ট পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এ ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা সুলতানা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার উদ্বোধন ও খেলা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। 

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) মোছাঃ খাদিজা খাতুন, অধ্যক্ষ মীর আব্দুল হান্নান, একাডেমিক সুপারভাইজার মোসলেম উদ্দিন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ ছাইদুল ইসলাম মোঘল প্রমুখ। অনুষ্ঠানটির ধারা বর্ণনা ও স ালনায় ছিলেন, অত্র স্কুলের সিনিয়র শিক্ষক ছাইদুর রহমান ও ফিরোজা সুলতানা।

উল্লাপাড়া সানফ্লাওয়ার স্কুলের প্রধান শিক্ষক কল্যাণ ভৌমিক জানান, শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা ও সংস্কৃতি চর্চায় মনোযোগী করতেই দিনব্যাপী এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। ৪২টি ইভেন্টে শিক্ষার্থী, অভিভাবক, আমন্ত্রিত অতিথি ও শিক্ষকেরা অংশ গ্রহন করে। 

 
সর্বশেষ সংবাদ
আগামী তিন দিন ভারী বর্ষণের পূর্বাভাস

আগামী তিন দিন ভারী বর্ষণের পূর্বাভাস