আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার আদমদীঘিতে ১০ পিস ইয়াবাসহ একজন ও গাঁজা সেবনের সময় আরও আট জন মাদকসেবিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার দুপুরে মামলা দায়েরের পর তাদের আদালতে পাঠানো হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন- উপজেলার সান্তাহার পৌর শহরের মিশন স্কুল এলাকার মৃত সিরাজের ছেলে হৃদয় শেখ মুন্না (৪০), রথবাড়ি মহল্লার আনোয়ার হোসেনের ছেলে আল আমিন (২৩), রফিকুল ইসলামের ছেলে রুহুল আমিন (২২), হলুদ ঘর মহল্লার মৃত এনদাদুল প্রামানিকের ছেলে শাকিল হোসেন (২৩), নওগাঁর সাহাপুর এলাকার মুকুল হোসেনের ছেলে রিফাত হোসেন (২৪), রাণীনগর উপজেলার বিশিয়া গ্রামের ইউসুফ সরদারের ছেলে মো: নাঈম (২১), আনোয়ার হোসেনের ছেলে নাজিম (২১), ইউনুস আলীর ছেলে আবু বক্কর (২০), জিল্লুর মন্ডলের ছেলে রতন মন্ডল (২১)।
এ বিষয়ে আদমদীঘি থানার অফিসার ইনচার্জ রাজেশ কুমার চক্রবর্তী জানান, রোববার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় মাদক বিরোধী অভিযান চালানো হয়েছে। অভিযান-কালে সান্তাহার পৌর শহরের ট্রাক স্ট্যান্ডের সামনে থেকে মাদক ক্রয়-বিক্রয়ের সময় হৃদয় শেখ মুন্নাকে ১০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়। অপরদিকে রক্তদহ বিলের বাঁধের উপর থেকে গাঁজা সেবনের সময় আট মাদকসেবিকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় তাদের নামে মামলা দায়ের করে দুপুরে বগুড়া আদালতে পাঠানো হয়েছে।