মোহাম্মদ রিদুয়ান হাফিজ কক্সবাজার প্রতিনিধি: কক্সরাজার উত্তর বন বিভাগের অভিযান অব্যাহত রয়েছে। তারেই ধারাবাহিকতায় ফাঁসিয়াখালী রেঞ্জের বিশেষ টিম এক অভিযান চালিয়ে মাটি ভর্তি ডাম্পার গাড়ি গাড়ীকে আটক করা হয়েছে। সোমবার(১২ ফেব্রুয়ারি) ভোরে বনভূমির ভেতর হতে পাহাড় কেটে মাটি পাচারকালে গাড়ীটি আটক করা হয়।
জানা-গেছে গোপন সংবাদের ভিত্তিতে ফাসিয়াখালী রেঞ্জ কর্মকর্তা মেহেরাজ উদ্দিনের নেতৃত্বে একটি বিশেষ টহলদল খবর পেয়ে ডুলাহাজারা বন বিটের রংমহল এলাকায় অভিযান চালায় এ সময় মাটি ভর্তি ডাম্পার গাড়িটি জব্দ করে। গাড়ীটি বনবিভাগের কার্যালয়ে রেঞ্জ কর্মকর্তার হেফাজতে রাখা হয়েছে।
এর আগে বনবিভাগের গাড়ি আসার খবরে উক্ত ডাম্পারের চালক ও অন্যান্যরা গাড়িটি ফেলে পালিয়ে যায়।
চকরিয়ার ফাসিয়াখালী রেঞ্জ কর্মকর্তা মেহেরাজ উদ্দিন বলেন,এ বিষয়ে বন আইনে অপরাধীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। তিনি আরো বলেন, আমাদের অভিযান সব সময় অব্যাহত থাকবে।