নীলফামারীর সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজের শিক্ষার্থীরা এমবিবিএস ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় এবারও সাফল্য পেয়েছে। এ বছর ৫১ জন শিক্ষার্থী মেডিকেলে ভর্তির সুযোগ পেয়েছেন। রোববার (১১ ফেব্রুয়ারি) এ খবর নিশ্চিত করেছেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ আজাদ আবুল কালাম।
এই সংখ্যা আরও বাড়বে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির ভারপ্রাপ্ত অধ্যক্ষ আজাদ আবুল কালাম। গত বছর প্রতিষ্ঠানটি থেকে ৩৫ জন মেডিকেলে ভর্তির সুযোগ পান।
এবারে মেডিকেলে চান্সপ্রাপ্তরা হচ্ছেন মিম, মৌ -ঢাকা মেডিকেল কলেজ, অবন্তী, স্বচ্ছ-শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ, এলিন, তনু, নাঈম-স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ, রোজা, তিথি, মাহবুবা, রাইশা-রাজশাহী মেডিকেল কলেজ, উর্মি, বর্ষা, মামুন, মুরাদ, নুসরাত জাহান অপি, রিফা, সিন্থি, সাবিরা সুলতানা নুর, মাহফুজা আকতার মিতু, মিথিলা ফারজানা-রংপুর মেডিকেল কলেজ, মিতু, তিশা-ময়মনসিংহ মেডিকেল কলেজ, সুমাইয়া, অর্থী-শেখ হাসিনা মেডিকেল কলেজ, শৈয়লী, আবির-ওসমানী মেডিকেল কলেজ, আশা, পীযুষ, সান্তু, রেমি, ইশতিয়াক আহমেদ- দিনাজপুর মেডিকেল কলেজ, নেহা-ফরিদপুর মেডিকেল কলেজ, অবন্তী (২)-সাতক্ষীরা মেডিকেল কলেজ, কাব্য-পাবনা মেডিকেল কলেজ, আফিয়া আদিবা-নীলফামারী মেডিকেল কলেজ, অনামিকা-কুষ্টিয়া মেডিকেল কলেজ, মেরাজ-কক্সবাজার মেডিকেল কলেজ, মন্নুজা, সাথী, ইশরাত জাহান- শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ, মোশাব্বির-কুমিল্লা মেডিকেল কলেজ, রিফাত-শেখ হাসিনা মেডিকেল কলেজ, মারুফা-সাতক্ষীরা মেডিকেল কলেজ, সিজু-ফরিদপুর মেডিকেল কলেজ, সৃষ্টি -আব্দুল মালেক-মেডিকেল কলেজ নোয়াখালী, মো. আরিফ মোহায়মিন-পাবনা মেডিকেল কলেজ, নসিবুল হাসান নাঈম-শহীদ এম মনছুর আলী মেডিকেল কলেজ সিরাজগঞ্জ, রিফাত জাহান রিফা-চট্রগ্রাম মেডিকেল কলেজ, রিদিতা প্রামানিক-নওঁগা মেডিকেল কলেজ, সেতু দেবনাথ-চাঁদপুর মেডিকেল কলেজ।
গত বছরও সাফল্য পেয়েছিল প্রতিষ্ঠানটি। ওই বছর ৩৫ জন মেডিকেলে ভর্তির সুযোগ পেয়েছিলেন। সৈয়দপুর সরকারি টেকনিক্যাল স্কুল নামে ১৯৬৪ সালে প্রতিষ্ঠিত হয় প্রতিষ্ঠানটি। পরবর্তীতে ১৯৭৭ সালে প্রতিষ্ঠানটি কলেজে উন্নীত করে নাম দেওয়া হয় সৈয়দপুর সরকারি টেকনিক্যাল কলেজ। এরপর ২০১৯ সালে শিক্ষা মন্ত্রণালয় প্রতিষ্ঠানটির নাম পরিবর্তন করে সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজ।
প্রসঙ্গত, রোববার দুপুরে এক সংবাদ সম্মেলনে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সামন্ত লাল সেন এমবিবিএস ২০২৩-২৪ সেশনের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করেন। এ বছর এমবিবিএস ভর্তি পরীক্ষায় পাস করেছেন ৪৯ হাজার ৯২৩ জন শিক্ষার্থী। পাসের হার ৪৭ দশমিক ৮৩ শতাংশ।