, মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪ , ৭ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ


ফিলিস্তিনি নাগরিককে হেনস্তার অপরাধে ৩ ইসরায়েলি সেনার কারাদণ্ড

  • আপলোড সময় : ২৫-০৫-২০২৩ ০৩:৪৩:১৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৫-০৫-২০২৩ ০৩:৪৩:১৯ অপরাহ্ন
ফিলিস্তিনি নাগরিককে হেনস্তার অপরাধে ৩ ইসরায়েলি সেনার কারাদণ্ড
এবার এক ফিলিস্তিনিকে হেনস্তা এবং তদন্তে বাধা দেয়ার অপরাধে তিন ইসরায়েলি সেনাকে কারাদণ্ড দিয়েছে ইসরায়েলের একটি সামরিক আদালত। খবর আল জাজিরার। গতকাল বুধবার ২৪ মে এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে দেশটির সেনাবাহিনী। 

এতে বলা হয়, ক্ষমতার অপব্যবহারের দায়ে দোষী সাব্যস্ত করা হয়েছে ওই তিন সেনাকে। তাদের মধ্যে দু’জনকে ৬০ দিন এবং একজনকে ৪০ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে।

এছাড়া আদালতের কার্যক্রমে বাধা দেয়ায় সবাইকে পদচ্যুত করার নির্দেশ দিয়েছেন আদালত। ক্ষমতার অপব্যবহারের দায়ে আরও এক সেনা বিচারাধীন রয়েছেন।

এদিকে ইসরায়েলি বাহিনীর হাতে শত শত ফিলিস্তিনি নিহত হলেও সেসব মামলার কোনো তদন্ত বা সেনাদের শাস্তি দেয়া হয়না। এসব কর্মকাণ্ডের জন্য সরকারকে দায়ী করে মানবাধিকার সংস্থাগুলো।
সর্বশেষ সংবাদ
টাকা না পেয়ে সোশ্যাল ইসলামী ব্যাংকে তালা দিলো গ্রাহকরা

টাকা না পেয়ে সোশ্যাল ইসলামী ব্যাংকে তালা দিলো গ্রাহকরা