, মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪ , ১৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


নওগাঁ-২ আসনের নির্বাচন সোমবার

  • আপলোড সময় : ১১-০২-২০২৪ ০২:৪৯:০০ অপরাহ্ন
  • আপডেট সময় : ১১-০২-২০২৪ ০২:৪৯:০০ অপরাহ্ন
নওগাঁ-২ আসনের নির্বাচন সোমবার ছবি: সংগৃহীত
দ্বাদশ সংসদ নির্বাচনে স্বগিত হওয়া নওগাঁ-২ আসনের নির্বাচন অনুষ্ঠিত হবে আগামীকাল সোমবার। ১৭৪টি কেন্দ্রে সকাল ৮টা থেকে ভোট গ্রহণ শুরু হয়ে চলবে বিকাল ৪টা পর্যন্ত। এ উপলক্ষে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করছে নির্বাচন কমিশন। আজ বেলা ১২টা থেকে সহকারি রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে প্রিজাইডিং কর্মকর্তারা বুঝে নেন ভোটের সরঞ্জামাদি।

এরপর পুলিশ ও আনসার ভিডিপির সদস্যাদের প্রহরায় নিয়ে যাওয়া হয় নির্ধারিত কেন্দ্রে। তবে আগামীকাল সকালে কেন্দ্রগুলোতে পাঠানো হবে ব্যালট পেপপার ও সিল। ধামইরহাট ও পত্নীতলা উপজেলা নিয়ে নওগাঁ-২ আসন। গত ২৯ ডিসেম্বর এই আসনের এক স্বতন্ত্র প্রার্থীর মৃত্যুতে দ্বাদশ সংসদ নির্বাচন স্বগিত ঘোষনা করা হয়।

এরপর আগামীকাল নতুন করে নির্বাচনের তারিখ ঘোষনা করা হয়। নির্বাচনে আওয়ামীলীগ, জাতীয়পার্টি, স্বতন্ত্রসহ মোট ৪জন প্রার্থী প্রতিদ্বতীতা করছেন। এই আসনের মোট ভোটার ৩ লাখ ৫৬ হাজার ১৩২জন।
সর্বশেষ সংবাদ
বিশ্বে ভুয়া তথ্য ছড়ানোয় শীর্ষে ভারত: মাইক্রোসফটের সমীক্ষা

বিশ্বে ভুয়া তথ্য ছড়ানোয় শীর্ষে ভারত: মাইক্রোসফটের সমীক্ষা